সমাজসত্তা ও আধুনিকতা
সৌরীন ভট্টাচার্য
কাল থেকে কালান্তরে পাল্টে যাওয়া সমাজের নানাবিধ বিষয় নিয়ে কুড়িটি মননশীল চিন্তাসজ্ঞাত প্রবন্ধমালা।
ধারণা হিসেবে আধুনিকতা নিয়ে কথা বলতে গেলে অন্তত দুটো স্তরের কথা ভাবতে হবেই। আসবে সমাজজীবনের আধুনিক ও অনাধুনিকের কথা। সেই সঙ্গে আসবে সমাজজীবন নিয়ে চিন্তাভাবনার কথা। এক সময় মনে করা হয়েছিল মানুষের যুক্তিবোধ এবং মানবিক কাজকর্মে যুক্তির প্রয়োগই বুঝি আধুনিকতার কুললক্ষণ। কিন্তু পরিবর্তন ক্রমাগত হয়ে চলেছে সামাজিক জীবনে ও মননে। সেইটি টের পাওয়া যাবে কেমন করে?
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি