বেগুন গাছে আঁকশি
জ্যোৎস্না কর্মকার
কিশোর উপযোগী গল্পগ্রন্থ
বসন্তের ফোটাফুলের শোভা দেখতে দেখতে হরিণ শিশু দীর্ঘলোচন যাচ্ছিল। যেতে যেতে দলছুট বনের মধ্যে পথ হারালো। ধারে কাছে কেউ নেই। অবস্থা করুণ। ভয়ে প্রায় দিশাহারা অবস্থা। আর যেখানে ভয় সেখানেই তো সন্ধ্যে হয়। হঠাৎ সে দেখতে পেল একটা তীর ছুটে আসছে তার দিকে। তিড়িং করে লাফ মেরে সরে গেলেও কাঁধের ওপর তীরটা লেগে গেলই। ক্ষতটা গভীর না হলেও রক্ত পড়ছিল। ভয় পেয়ে ওই অবস্থাতে ছুটতে ছুটতেই সে বুঝতে পারে যে সে তার ডেরার পানেই যাচ্ছে। কাছাকাছি পৌঁছে দম নেয় সে। তারপর আহত হওয়ার কথা দলপতিকে বলবে বলে পায়ে পায়ে এগিয়েও যায়।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.