ঝিলিক নদীর ধারে
রত্নেশ্বর হাজরা
কিশোর উপযোগী উপন্যাস
প্রচ্ছদ : গ্রিন্টা মেক্সওয়েল
সোনালি পরি বলল, এবার আমাদের এই উৎসবের শেষ অনুষ্ঠান শুরু হবে। এই অনুষ্ঠানের নাম উড়াল। উড়াল দেখতে যাবে আমাদের অতিথি বিলু আর পলটনও। ওদের আমরা নেমন্তন্ন করেছিলাম। ওদের সঙ্গে থাকবে নীলি আর লালি। মউলি আর আলতাও যাবে ওদের সঙ্গে। তোমরা যদি কেউ যেতে চাও, যেতে পারো। নীলি আর লালি হল নীলপরি আর লালপরি। সোনালি পরির কথা শেষ হতে না হতেই বিলু আর পলটনের কাছে এসে দাঁড়াল নীলপরি আর লালপরি। তাদের সঙ্গে মউলি আর আলতা। কিন্তু উড়াল দেখতে আর কেউ গেল না তাদের সঙ্গে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি