বেনারসি ট্যাক্সিওয়ালা
লেখকঃ দিলীপ দত্ত
প্রচ্ছদঃ মণীষ দেব
মাঝবয়সী রুদ্রক সেন হসপিটালের বেডে শুয়ে ইন্টার্ন সুহানাকে গল্প করেন তার জীবনের এক বিশাল অধ্যায়ের ইতিকথা। কলকাতার রাস্তায় ঘটনাচক্রে রুদ্রকের সাথে পরিচয় হয় ট্যাক্সি ড্রাইভার বিনোদের। পরিচয় বন্ধুত্বে পরিণত হওয়ার পর অচিরেই দুটি জীবনের অভিজ্ঞতার গল্প গড়িয়ে চলে নিজস্ব স্রোতপ্রবাহে। জানা যায় গল্পের রুদ্রকের জীবনের প্রথম প্রেমের গল্পে মুসলিম রমণী রাজিয়ার কথা। প্রসঙ্গে উঠে আসে কলকাতার রাজনৈতিক অস্থিরতার এক সময়ের ইতিহাস, দ্য গ্রেট ক্যালকাটা কিলিং যার অবশ্যম্ভাবী পরিণতি হিসেবে ছিটকে যায় রুদ্রক এবং রাজিয়া। রুদ্রকের ভেঙে যাওয়া প্রেমের গল্পের প্রেক্ষাপট বিনোদকেও স্মৃতিমেদুর করে তোলে। সমাজের ভিন্ন স্তর থেকে উঠে আসা দুটি মানুষের জীবনস্মৃতির পরিধি বরাবর বিস্তৃত রয়েছে প্রেম ও ধ্রুপদী সঙ্গীতের আবহ। নিছক কাহিনি নয়, গল্পের প্রেক্ষিতে উঠে এসেছে এক উত্তাল কালখন্ড, ধর্মীয় সীমানার বাধ্যবাধকতা। মাধুর্যের নকশী কাঁথার ইঙ্গিত রয়েছে সাধনা ও সাধকের সুরমুগ্ধতায়। মসৃণ ও ঝরঝরে বাক্যরীতিতে লেখা উপন্যাসটি পাঠকপ্রিয় হবে বলেই মনে হয়।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.