স্মৃতির দিগন্তে জৌগ্রাম ও জলেশ্বর
লেখকঃ শ্রী অরবিন্দ ভট্টাচাৰ্য্য
জৌগ্রাম ও জলেশ্বরমন্দির নিয়ে লেখক শ্রী অরবিন্দ ভট্টাচাৰ্য্য অত্যন্ত আন্তরিক অক্ষরে একটি ঐতিহাসিক প্রেক্ষাপট রচনা করেছেন।
জৌগ্রামর কলানিধি বংশের এই মানুষটি অত্যন্ত নম্র ও বিনয়ী মানুষ। তার অসাধারণ মেধা ও পরিমিতিবােধ লক্ষ্য করলে সহজেই বােঝা যায় যে তিনি অত্যন্ত গুণী ও সহৃদয়। অনেক যত্ন সহকারে শ্রী অরবিন্দ ভট্টাচাৰ্য্য মহাশয় এই ঐতিহাসিক বর্ণনামূলক কাজটি সম্পন্ন করেছেন।
‘স্মৃতির দিগন্তে জৌগ্রাম ও জলেশ্বর’ নিয়ে লেখকের সঙ্গে দীর্ঘ পর্যালােচনা করার পর তার সাহিত্যসৃষ্টিকে পূর্ণ মর্যাদা সহকারে প্রকাশ করার জন্য যে প্রচেষ্টার দরকার তার সবটুকু দিয়ে চেষ্টা করেছে ‘স্মৃতির দিগন্তে জৌগ্রাম ও জলেশ্বর’ বইটি নির্মাণ করার জন্য। | অসাধারণ এই ঐতিহাসিক কালক্রমের বহমান রচনাটি পাঠকমনের সমৃদ্ধি ঘটানাে এবং অতীত অনুসন্ধান করার জন্য এক মূল্যবান দলিল হয়ে থাকবে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.