ভারতীয় রাষ্ট্রচিন্তা : কৌটিল্য থেকে অমর্ত্য সেন
সম্পাদনা : অভিষেক মিত্র
মুখবন্ধ :
রাষ্ট্রচিন্তা ও রাষ্ট্রতত্ত্বের ওপরে যে পাশ্চাত্যের একচ্ছত্র অধিকার রয়েছে এমন অনুমান সঠিক নয়। প্রাচীনকাল থেকে আধুনিক যুগ পর্যন্ত ভারতীয় রাষ্ট্রচিন্তার বিবর্তন পর্যবেক্ষণ করলে দেখা যাবে যে বিভিন্ন ভারতীয় রাষ্ট্রচিন্তাবিদদের মধ্যে সমাজ, রাষ্ট্র, সরকার, আইন, প্রভৃতি সম্বন্ধে বলিষ্ঠ চিন্তাধারা বর্তমান ছিল যা অনেকাংশেই মৌলিক ও যথেষ্ট পরিপক্কতার দাবি রাখে। ভারত মানেই শুধু দেব-দেবীদের ভূখণ্ড একথা আজ বলা যায় না, প্রাচীনকাল থেকে আধুনিক যুগ পর্যন্ত বিভিন্ন ভারতীয় রাষ্ট্রচিন্তাবিদদের চিন্তাধারা ও আলোচনায় তথা কর্মকাণ্ডে অনেক সজীবতা, নতুনত্ব ও মৌলিক বিষয় উন্মোচিত হয়েছে, যা দেশ ও কালের গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে সুপ্রতিষ্ঠিত। একুশটি অধ্যায়ে বিভক্ত "ভারতীয় রাষ্ট্রচিন্তা: কৌটিল্য থেকে অমর্ত্য সেন" নামক এই গ্রন্থে সহজ বাংলায় ভারতীয় রাষ্ট্রচিন্তার বিবর্তন ও বিকাশ আলোচনা করা হয়েছে। মূলত ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে লেখা হলেও বইয়ের বিভিন্ন অধ্যায়ের আলোচনা বৃহত্তর পাঠক সমাজকেও উপকৃত করবে এই আশা করা যায়। বইটি লেখার সময় UGC-এর নতুন CBCS সিলেবাস-এর বিষয়টিও বিশেষভাবে নজর দেওয়া হয়েছে। বইটির কাজে যাঁরা আমায় বিভিন্ন সময় সাহায্য সহযোগিতা করেছেন তাঁরা হলেন অধ্যাপক প্রবীর কুমার দে, অধ্যাপিকা শ্রাবণী ঘোষ, অধ্যাপক কুশল চট্টোপাধ্যায়, অধ্যাপক সৈয়দ জামান, অধ্যাপিকা বসুমিত্রা সিং, অধ্যাপক অরুণাভ ব্যানার্জী, অধ্যাপক সচ্চিদানন্দ রায়, অধ্যাপক অমিত কুমার বন্ধু। এরই পাশাপাশি আমি বাঁকুড়া খ্রিস্টান কলেজের অধ্যক্ষ ড. ফটিক বরণ মণ্ডলের কাছেও বিশেষভাবে কৃতজ্ঞ। পাশাপাশি সকল লেখককে জানাই অসংখ্য ধন্যবাদ। পরিবারের সকল সদস্যদের কাছেও আমি বিশেষভাবে ঋণী সর্বদা সাহায্য সহযোগিতা করার জন্য। পরিশেষে প্রগ্রেসিভপাবলিশার্স-এর সকল সদস্য বিশেষভাবে মাননীয় কমল মিত্র মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাই, ওঁনার সাহায্য ছাড়া বইটির প্রকাশ সম্ভব হত না। যাবতীয় ভুল-ত্রুটি ও অসম্পূর্ণতার দায় সম্পাদক হিসাবে আমার। পরবর্তী সংস্করণের উদ্দেশ্যে পাঠকদের মতামত একান্তভাবে কাম্য, এই আশা করি।
— অভিষেক মিত্র, ১৫ আগস্ট, ২০২০
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি