দলিতের দুর্দশায় শ্রীশ্রী হরি-গুরুচাঁদ ঠাকুর
বিশুদ্ধ নন্দন কবিরাজ
হিন্দু ধর্ম একমাত্র নীতি ও সত্যের উপর প্রতিষ্ঠিত থাকায় নানা অনাচার ও অত্যাচারে জর্জরিত হইয়াও তিষ্ঠিয়া আছে, কিন্তু এই অনাচার ও অত্যাচারের হাত হইতে মুক্ত হইতে হইলে গার্হস্থ্য জীবনের সংস্কার একান্ত প্রয়োজন। মানুষকে সমাজে সুপ্রতিষ্ঠিত করিবার জন্যই যুগাবতার শ্রীশ্রী হরি ঠাকুর তাঁহার মহান ধর্মমত জগতে প্রচার করিয়াছেন। রাজনীতির সহিত ধর্মের কোন সংস্রব নাই-অনেকে এই ভ্রান্ত ধারণা পোষণ করিয়া থাকেন। "রাজনীতির অর্থ শ্রেষ্ঠ নীতি"। উহাদ্বারা কেবল রাষ্ট্র পরিচালিত হয় না-উহাদ্বারা রাষ্ট্রের অন্তর্গত সর্ব্বসাধারণ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ লাভের সর্ব্ববিধ সুযোগ প্রাপ্ত হয়। প্রত্যেক গৃহীর রাজনৈতিক চেতনাসম্পন্ন হওয়া একান্ত প্রয়োজন।
----শ্রীপ্রমথ রঞ্জন ঠাকুর
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি