ভারতীয় ভাস্কর্য, চিত্রকলা ও বস্ত্রশিল্প
অক্ষয়কুমার মৈত্রেয়
শিল্প শিল্পীর চেতন ও অবচেতনের কথোপকথন।
প্রতিটা সৃষ্টিতেই নিবিড়ভাবে লুকিয়ে থাকে শিল্পীর প্রচ্ছন্ন ইচ্ছা, আশঙ্কা, সম্ভাবনা। তাই এক নিজস্ব ভাষা নিয়ে প্রকাশ করে নিজেকে।
শিল্পের কোন বড় ছোট হয়না, কিন্তু সমাজের কিছু স্বভাবসিদ্ধ ধারণা আমাদের মানসিকতাকে এমনভাবেই চালিত করে যে, আমরা বাধ্য হই ভাবতে চিত্রশিল্প যতটা উচ্চ মার্গের বিষয় বস্ত্রশিল্প ততটা নয়, আবার বস্ত্রশিল্প কাঁথাস্টীচ বা তাঁতবুনন যতটা শিল্প জুতো তৈরী বোধহয় ততটা নয়।
কিন্তু মানুষ ভাবলে নিশ্চিত তার সমাধান মেলে।
ক্রমশ নকশি কাঁথা শিল্প সমাজে যতটা গুরুত্ব পাচ্ছে শিল্পগত মান হিসেবে, নিশ্চিত আগামী দিনে অন্যান্য শিল্পকেও মানুষ যথাযথ গুরুত্ব দেবে। ক্রমাগত মানুষের ভিতর এই চিন্তন পরিণত আকার নিচ্ছে।
আমাদের প্রাচীন শিল্পের ধারণাগুলিকে একত্রিত করেছিলেন অক্ষয়কুমার মৈত্রেয়।
প্রাচীন কীর্তিগুলিকে একত্র করে এই কাজ অক্ষয় বাবুর একমাত্র নয়। তাঁর এই গবেষণাধর্মী কাজ গুলি বাংলা সাহিত্যের সম্পদ।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি