সুদীপ পালের জন্ম ১৯৮৮ সালের ১৬ নভেম্বর, পূর্ব বর্ধমানের মানকরে। পড়াশোনা বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে। ইতিহাসের ছাত্র। একাধিক সাময়িকপত্র ও সংবাদপত্রে গল্প, কবিতা, প্রবন্ধের নিয়মিত লেখক। স্বামী বিবেকানন্দের মা ভুবনেশ্বরী দেবীকে নিয়ে বাংলা ভাষায় প্রথম উপন্যাস লিখেছেন তিনি। অবসর সময়ের সঙ্গী বই। ভালোবাসা বিবেকানন্দ ও বাংলা ভাষা। বর্তমানে একটি বিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত।
স্বামী বিবেকানন্দ জীবন সংগ্রামে ব্রতী হওয়া একজন লড়াকু সৈনিক। তাঁর জীবন সংগ্রামের ক্ষণগুলি আমাদের বিস্মৃতির অন্তরালে চলে যায়। অধ্যাত্মপুরুষ বিবেকানন্দকে ভক্তির আতিশয্যে সম্মানের নির্বাসন দেওয়ার রীতি প্রায়ই প্রকটিত হয়। অথচ তিনি সমকাল ও ভাবীকালের জীবনযুদ্ধের বীর সেনাপতি। বিবেকানন্দের স্বল্পপরিমিত জীবনে দেশ-বিদেশে নানা অনুকূল ও প্রতিকূল পরিবেশ এসেছে। বিভিন্ন অবস্থায় বিবেকানন্দের সমস্যা সমাধান, রসবোধ, মার্জিত রুচি আমাদের বহুমাত্রিক বিবেকানন্দের সন্ধান দেয়।
সমকালীন ভারতের প্রেক্ষাপটে মানুষ বিবেকানন্দকে আবিষ্কার ও অনুসন্ধান করেছেন সুদীপ। অনেকগুলি অনালোকিত ও অনালোচিত প্রসঙ্গ উঠে এসেছে গ্রন্থে। যেমন- বিবেকানন্দের জন্মের আগে ঘটে যাওয়া ভারতীয় ইতিহাসে যুগান্তকারী ঘটনা সিপাহী বিদ্রোহ। অথচ তাঁর পরিব্রাজক জীবনে ফিরে এসেছে সিপাহী বিদ্রোহ। কীভাবে? কেমন ছিল বিবেকানন্দের কণ্ঠস্বর? বিবেকানন্দের সঙ্গে যাঁরা মেলামেশার সুযোগ পেয়েছিলেন কী বলছেন তাঁরা এই বিষয়ে? ক্রিকেট খেলতে নেমে প্রায় একার কৃতিত্বেই হারালেন ইংরেজ দলকে! গলফ খেলতে গিয়ে কেমন অভিজ্ঞতা হল তাঁর? বঙ্গ তথা ভারতের যুবকদের উদ্দেশ্যে উপার্জনের ক্ষেত্রে চাকরি না ব্যবসা কী নির্দেশ দিয়েছেন তিনি? নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের কোন নাটকের পান্ডুলিপি পড়ে তিনি মঞ্চস্থ করার কথা বলেছিলেন? বেলুড় মঠে ফরাসি ভাষায় বিবেকানন্দের লেখা একটি চিঠি এসে উপস্থিত হল। ফ্রান্স সম্পর্কে কেমন ধারণা পোষণ করতেন তিনি? এককথায় বিবেকানন্দ-চর্চায় এই গ্রন্থ শুধু একটি সংযোজন নয়, মানুষ বিবেকানন্দকে আন্তরিক শ্রদ্ধার্ঘ্য।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.