বিদ্যাসাগর বিবিধ
লেখক – কৃষ্ণগোপাল রায়
.. রবীন্দ্রনাথ যাঁদের প্রাতঃস্মরণীয় বলেছেন, … বিদ্যাসাগর তাঁদের মধ্যেও ব্যতিক্রমী। তিনিই একমাত্র শ্রমকিণাঙ্কিত, তাঁরই জীবন তথা কর্মাদর্শ গড়ে উঠেছে কোনো অধ্যাত্মবোধ বা কোনো দর্শনে প্রভাবিত হয়ে নয়, একেবারে রূঢ়রুক্ষ বাস্তবের প্রত্যক্ষ সংশ্লেষে। এইজন্যই দেশ, দেশের মানুষের সমকালীন মঙ্গল ও ভবিষ্যভাবনায় তিনিই সবচেয়ে বস্তুনিষ্ঠ। সততই এপথে তিনিই অগ্রচারী ; তাঁর কোনো মডেল নেই। অগ্রচারীর ভুলভ্রান্তি হতেই পারে, নিন্দাবাদ – সমালোচনা হওয়াও নিশ্চিত, কিন্তু সেসব – তোয়াক্কা না করে যে জেদ, যে সাহস এবং যেসব কর্মকান্ডের মধ্যে দিয়ে বিদ্যাসাগর কালবক্ষে অভ্রংলিহ হয়ে উঠেছেন, তাদেরই গুরুত্বপূর্ণ প্রসারগুলি পৃথক-পৃথকভাবে পর্যালোচনা করা হয়েছে এই গ্রন্থে ; সেইসঙ্গে মূল্যায়ন করা হয়েছে তাঁদেরও ভূমিকা যাঁরা তাঁর আশ্রয় অথবা সহায়ক, অথবা যাঁরা তাঁর প্রতিভাবান অধমর্ণ। সবমিলিয়ে বিদ্যাসাগর-পাঠে এ-গ্রন্থ একটি অবশ্যপাঠ্য সংযোজন।