বিমলা সুন্দরীর পাণ্ডুলিপি
নিশান্ত মুখোপাধ্যায়
কমলাকান্ত চৌধুরী পুলিশ হতে চান নি। তবু তাঁকে পুলিশের চাকরিতে আসতে হয়েছে। কিন্তু পুলিশ মহলে দক্ষ অফিসার হিসেবে তাঁর বেশ সুনাম। রামনগরের নতুন পোস্টিং এর কাজে যোগ দেয়ার পরের দিনই রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট দেখে দাঁড়িয়ে পড়েন তিনি। জানা যায় আহত ব্যক্তিটি দিবাকর বসু, রামনগরের এক বিখ্যাত পরিবারের লোক এবং পেশায় উকিল । সেদিন তিনি "নির্মলা কোল্ড স্টোর " একটি মামলার শুনানিতে যাচ্ছিলেন। কিন্তু তাঁর মাথার পেছনে আঘাত কেন? কিছুক্ষণ আগে কমলাকান্তর গাড়িকে বেপরোয়া ভাবে ওভারটেক করে যাওয়া কালস স্করপিওটাতেই বা কারা ছিল? তাঁর আহত ড্রাইভার পুলককেই বা কারা হাসপাতালে এসে কেন ভয় দেখিয়ে যায়? নিছো কি এক হিমঘরের স্বার্থ সম্পর্কিত ব্যাপার নাকি আরো কিছু আছে? এর সাথে কি বিবাহ করব সুদের বিক্রমপুরের পুরনো বড় বাড়িটার কোন সম্পর্ক আছে ? তাঁর মেয়ে অনিতাই বা কেন লুকিয়ে বিক্রমপুরের বাড়িতে যায়? তার সাথে লম্বা জুলপি - ওরা লোকটাই বা কে? বকুলতলার হাটে গিয়ে শিবু কাকে মারার কথা শুনতে পায়? বিমলা সুন্দরী বা কে আর তাঁর চিঠিতে কোন রহস্যের কথা আছে? অনিতার বিমলা সুন্দরীর সম্পর্কে এত কৌতূহল কেন? কমলাকান্ত কি তাঁর সাথী তরুণ আর উমাশঙ্করকে নিয়ে পারবেন এই রহস্যের সমাধান করতে? কমলাকান্ত তার সুনাম রক্ষা করতে পারবেন তো?
এই সব প্রশ্নের উত্তর পেতে গেলে একবার অবশ্যই পড়ে দেখতে হবে "বিমলা সুন্দরীর পান্ডুলিপি " যেখানে লেখক নিশান্ত মুখোপাধ্যায় তাঁর লেখনির মাধ্যমে প্রতিটি চরিত্রকে জীবন্ত করে তুলেছেন। বইটির প্রতিটি পাতায় রয়েছে টানটান রহস্যের উত্তেজনা।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি