বিপ্লবীর খেরোর খাতা
লেখক - জ্যোতিশ চন্দ্র জোয়ারদার
সম্পাদনা - অভীক পোদ্দার
প্রচ্ছদ - দেবহুতি ভট্টাচার্য্য
জ্যোতিশচন্দ্র একাধারে আচার্য সত্যেন্দ্রনাথ বসুর স্নেহধন্য বিজ্ঞানের ছাত্র, সম্পূর্ণ আত্মনিবেদিত বিপ্লবী সাধক, সুদক্ষ সংগঠক, দেশের মাটির সঙ্গে সত্যিকারের সম্পর্কযুক্ত রাজনীতিবিদ, সুবক্তা, বিদগ্ধ এবং হৃদয়বান। সুভাষবাদ ও বিভিন্ন সাময়িক প্রসঙ্গের উপর তাঁর রচনা চিন্তা ও মননের দিক থেকে খুবই সমৃদ্ধ এবং তাঁর স্বকীয় প্রকাশ ভঙ্গীটিও খুবই সহজ, স্বচ্ছ ও অন্তর্ভেদী। বর্তমান রাজনীতির পঙ্কিল আবর্তে জ্যোতিশচন্দ্রের লেখ্য সংগ্রহ নিঃসন্দেহে একটি সুস্পষ্ট পথের সন্ধান দেবে— যে পথ নেতাজীর পথ— দেশের আপামর জনসাধারণের বাঁচার পথ— মঙ্গলের পথ।
জ্যোতিশচন্দ্র জানতেন যে এ-পথের শেষে পৌঁছতে হলে আরও অনেক ত্যাগ, আরও অনেক তপস্যা এবং আরও অনেক ঘাম ও রক্তের বিনিময়েই তা সম্ভব। কিন্তু তার জন্য বসে থাকলে তো চলবে না। এগিয়ে যেতে হবে। ‘চরৈবেতি' মন্ত্রের সাধক জ্যোতিশচন্দ্র নিজেও কোনও দিন বসে থাকেননি। শুধু চলেছেন। কখনও একলা হয়ে পড়লেও চলেছেন। জীবনে নৈরাশ্য বলে তাঁর কিছু ছিল না। তৎকালীন বৈপ্লবিক চিন্তাভাবনার ছোঁয়া পেতে অবশ্যই পড়তে হবে এই লেখাগুলো। ভারত মায়ের পরাধীনতা ঘোচাতে যে পরিমান ত্যাগ ও সাধনা করেছিলেন বাঙালি বিপ্লবীরা, তা এক কথায় অবিশ্বাস্য। সেসব কথাই ধরা রইল এই দুই মলাটের মধ্যে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি