বিসর্গ
লেখক- অম্লানজ্যোতি সরকার
প্রচ্ছদ বিন্যাস- সৌরভ মিত্র
অলঙ্করণ - অম্লানজ্যোতি সরকার
কবিতা নয়, কিছু দৃশ্যপট...
মাঝে মাঝে ভেঙেচুরে যায়, কুয়াশা পড়ে, বৃষ্টি নামে আবার মেঘ কেটে যায়। ছেঁড়া মুহূর্ত, সম্পর্ক, প্রেম আর বাস্তবের বুনোটে চাওয়া-পাওয়ার এক অবাধ্য নকশিকাঁথা। আদতে এক শূন্য প্রান্তর, যেখানে প্রতিনিয়ত বিসর্জিত হয়েছে প্রশ্নে জাগা রাত; খোলামকুচি আর আয়না জুড়ে মাথা তুলেছে অস্তিত্বের নীরব কঙ্কাল- যা আমার আগলে রাখা সেই নিঝুমকুঠি, আমার বিসর্গ।
"সহস্র বেদুঈন কবিতা পুড়ে গিয়েও জন্ম নেয়...
কবিতাও বেঁচে থাকে, কবিতার মৃত্যু নেই।
অথচ,
আমি তো স্বর্গ দেখতে চেয়েছিলাম!"
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি