বিশ্বাস ও নৈঃশব্দ্যের প্রতিবেদন : জর্জ অপেন-এর কবিতা
কৌশিক চক্রবর্তী অনুদিত
প্রচ্ছদ : শুভদীপ সেনশর্মা
জর্জ অপেনের জীবন তা সে ব্যক্তিগত বা কবিতা- যে দিক থেকেই দেখা হোক না কেন তা হল মুক্ত সত্বার উড়াল আর জাগতিক মায়ায় আটকে থাকা অস্তিত্বের মধ্যেকার দ্বন্দ্ব। বারবার নিজের কোনো পূর্ববর্তী ভাবনাকে অসার মনে করে, তার থেকে দূরে গিয়েছেন, আবার বৃত্তের বাইরে গিয়ে সেই ভাবনার খামতিগুলোকে মেরামত করে নিয়ে, আবার নিজের কাছে ফিরে এসেছেন। যে কারনে, মহার্ঘ পুলিৎজার পেয়েও তিনি সেলেব্রিটি হতে চাননি, কবিতার নতুন ভাষা নির্মাণ করেও, পাঠকনন্দিত হওয়ার কোনো আগ্রহই তাঁর হয়নি।