চলার পথে ভৌগোলিকের রোজ নামচা
মমতা দেশাই
আমার এই বইটি লেখার অনুপ্রেরণা অমার প্রয়াত স্বামী শ্রী অশ্বিনী দেশাই ও আমার ছোটো কন্যা নাতাশা দেশাই। নাতাশার সর্বসময়ের উৎসাহেই আমি সাহস করে বইটি লিখতে আরম্ভ করি। তখন আমি পুণেতে ছিলাম। এটি আমার প্রথম বাংলা বই, জানিনা পাঠক-পাঠিকাদের কেমন লাগবে। তবে ভূগোলের ছাত্রছাত্রীদের জন্য রইল অনেক তথ্য যা পড়ে তারা সমৃদ্ধ হতে পারবে। প্রথম বই হলেও লিখতে গিয়ে দেখলাম আমার ছোটোবেলার সব কথা সুন্দর ভাবে মনের মধ্যে ছবির মত রয়ে গিয়েছে এবং আমি বাংলাতে বেশ সাবলীল ভাবেই প্রকাশ করতে পারছি। তবে একথা স্বীকার করছি অনেক জায়গাতেই প্রতিশব্দের জন্য গুগুল অ্যাপের সাহায্য নিতে হয়েছে। বইটিতে মূলত আমার জীবনের কিছু ব্যক্তিগত ঘটনা ছাড়া বেশীর ভাগই একজন ভৌগোলিকের চোখে শুধুমাত্র ভারতবর্ষের বিভিন্ন জায়গা নয় পৃথিবীরও কিছু জায়গায় ভ্রমণ, তার অভিজ্ঞতা ও ভৌগোলিক ব্যাখ্যা করা হয়েছে। সাথে আছে অবৈজ্ঞানিক উন্নয়নের ফলস্বরূপ ভারতের তথা হিমালয়ের বিভিন্ন রাজ্যের দুর্যোগের বর্ণনা তথা তার ফলাফল। ছবি যা কিছু দেওয়া হয়েছে সবই আমার নিজের ক্যামেরা অথবা মুঠোফোন বন্দী, আশা করি পাঠক-পাঠিকাদের অন্য স্বাদের বই ভালোই লাগবে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি