মালদহ : স্থাপত্য শিল্প ও বাস্তু শৈলী
সুস্মিতা সোম
সারা ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে বাংলাদেশ একসময় ভারতীয় সংস্কৃতি-ঐতিহ্যের শীর্ষ স্থানে ছিল। বিস্তৃত শস্য ক্ষেত্র, বহু নদ-নদী, সাগর, পাহাড়-এর নিকট সান্নিধ্যে থাকা গৌড় বরেন্দ্র অঞ্চলে জীবন ও সংস্কৃতির সমৃদ্ধি ও পুষ্টির মূলে ছিল কৃতি কারুশিল্প এবং আভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য, ফলে একদিকে যেমন বাংলাদেশের হিন্দু বৌদ্ধ-মুসলিম সংস্কৃতি তাদের বিশ্বাস ও ধর্মীয় দর্শনের ছাপ রেখে গিয়েছে স্তুপ-বিহার, মন্দির, মসজিদের গঠনশৈলীতে তেমনি অন্যদিকে এদেশে বসবাস করা আদিম অধিবাসীরা তাদের প্রাত্যহিক নির্মাণ শৈলীতেও রেখেছে বাস্তু শৈলী ও স্বতন্ত্রতার ছোঁয়া। এই সব মিলিয়েই আবহমান কালের বাঙালির পরিচয়।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি