চিত্রকলা : শিল্প, শিল্পী ও দর্শন
সম্পাদনা : বিজয় দাস
.যা সৃষ্টি হচ্ছে তা যদি শিল্প হয়, আর যিনি সৃষ্টি করছেন তিনি যদি শিল্পী হন, তবে শিল্প ও শিল্পীর মধ্যবর্তী যে বস্তুটি অবস্থান করছে সেটাই কী দর্শন?
ভারতীয় শাস্ত্রে কিন্তু শিল্প ও আত্মাকে সমার্থক বলা হয়েছে এবং শিল্পী তাঁর শিল্পের দ্বারা নিজের আত্মাকে পরিপূর্ণ আনন্দ প্রদান করেন। তাহলে আমরা যদি সেই দিক দিয়ে বিবেচনা করে শিল্প ও শিল্পীর সংজ্ঞা খুঁজতে চেষ্টা করি তাহলে হয়ত এইভাবে বলা যেতে পারে—যে সৃষ্টি স্রষ্টার আত্মাকে পরিপূর্ণতা প্রদান করে তাই শিল্প, আবার নিজ আত্মাকে তৃপ্তি প্রদান করতে সক্ষম এমন সৃষ্টি যিনি করতে পারেন তিনিই শিল্পী। অর্থাৎ শিল্পের মূল সার্থকতাই হল শিল্পীর আত্মার পরিপূর্ণতা। এবং সেখানেই শিল্পী হয়ে ওঠেন একজন দার্শনিক, নিজেই উপভোগ করেন নিজ সৃষ্টির চরম সুখ, অসহায়তা এবং বেদনা। এ যেন ভক্তিবাদের ভক্ত-ভক্তি-ঈশ্বরের ন্যায় সমান্তরাল রেখায় অবস্থান করে শিল্প-শিল্পী-দর্শন।
তাই এই বইটির মাধ্যমে খোঁজার চেষ্টা করা হয়েছে শিল্প ও শিল্পীর অবস্থান, সাথে প্রযুক্তি ও ভবিষ্যতের শিল্প ভাবনা। আলোচিত হয়েছে শিল্পীর শিল্প দর্শন, সৃষ্টির অন্দরমহল, আবার কখনও চিত্রকলা-কবিতা-নাটক-ভাস্কর্য-সঙ্গীত সব একাকার হয়ে উঠেছে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি