ছোটোগল্পে দেশভাগ
সুশীল সাহার সম্পাদনায় বাংলাদেশের ৩৭ জন লেখকের কলমে ‘ছোটোগল্পে দেশভাগ’।
বঙ্গবিভাগের অভিঘাত কীভাবে এসে পড়েছে বাংলাদেশের সাহিত্যে তারই এক নিবিড় অবলোকন এই গ্রন্থ। শিল্পী-সাহিত্যিকরা তো সবসময় মানবতার পক্ষে থাকেন। তাই দেশভাগের মতো একটি মর্মান্তিক ঘটনায় তাঁরাও যে কতটা উদ্বেলিত হন, তারই এক নিরেট পাথুরে প্রমাণ এই গ্রন্থ। পরম আশ্চর্যের কথা, যাঁরা সাতচল্লিশ তো দূর অস্ত, একাত্তরও দেখেননি, তাঁদেরকেও দেশভাগের যন্ত্রণা কীভাবে পীড়িত করে তারই কিছু নমুনা তুলে ধরা হল এখানে। এই গ্রন্থের তাই সবচেয়ে বড়ো আকর্ষণ বাংলাদেশের নবীন প্রজন্ম দেশভাগ নিয়ে কী ভেবেছেন তারই কিছু নিদর্শন। সব মিলিয়ে দেশভাগের মতো একটি দুর্বহ ঘটনার পরিণাম যে কতখানি সুদূরপ্রসারী হয়ে কীভাবে বাংলাদেশের লেখকদের পীড়িত করেছে তার কিছু জ্বলন্ত প্রমাণ ধরা রইল দুই মলাটের মধ্যে।প্রবীণ ও নবীন মিলিয়ে মোট সাঁইত্রিশ জন লেখকের গল্প এই গ্রন্থে সন্নিবেশিত হল। বাংলাদেশের লেখকদের দেশভাগ নিয়ে লেখা গল্পের এই সংখ্যা যেমন বিস্ময়কর তেমনি কৌতূহলোদ্দীপক।
********
লেখকসূচি : —
১) শওকত ওসমান
২) সৈয়দ ওয়ালীউল্লাহ
৩) শওকত আলী
৪) হাসান আজিজুল হক
৫) জ্যোতিপ্রকাশ দত্ত
৬) মাহমুদুল হক
৭) আখতারুজ্জামান ইলিয়াস
৮) হরিপদ দত্ত
৯) কায়েস আহমেদ
১০) মঞ্জু সরকার
১১) আহমদ বশীর
১২) তানভীর মোকাম্মেল
১৩) শাহীন আখতার
১৪) মামুন হুসাইন
১৫) সাদ কামালী
১৬) ফয়জুল ইসলাম
১৭) নাসরীন জাহান
১৮) ইমতিয়ার শামীম
১৯) হামিদ কায়সার
২০) শাহনাজ মুন্নী
২১) রুমা মোদক
২২) আফসানা বেগম
২৩) অদিতি ফাল্গুনী
২৪) কাজী রাফি
২৫) সাগুফতা শারমীন তানিয়া
২৬) বদরুন নাহার
২৭) চন্দন আনোয়ার
২৮) মঈনুল হাসান
২৯) স্বকৃত নোমান
৩০) জয়দীপ দে
৩১) কিযী তাহ্নিন
৩২) তামান্না সেতু
৩৩) বিধান সাহা
৩৪) মোস্তফা অভি
৩৫) কৃষ্ণ জলেশ্বর
৩৬) মোজাফফর হোসেন
৩৭) আশান উজ জামান
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি