পার্থ দে-এর গল্প সংকলন 'ফিল গুড গাড়ি'।
প্রচ্ছদ - রোহণ কুদ্দুস
যাপনক্লান্ত যে জীবন নিয়ে আমরা জেরবার তা কি আসলে অন্য কারও স্বপ্ন? যেমন আমাদের স্বপ্নে থাকে অন্য বাস্তবতার হদিস! যে সময় আমরা কাটাই, তাই-ই তো একমাত্র সময় নয়। বরং বলা যায় তা অখণ্ড কালপ্রবাহের অনেকগুলো সম্ভাবনার একটা মাত্র। ফলত আরও অনেক সম্ভাবনা জেগে উঠতেই পারে। বহুস্তরী মনের কোনও একটাতে যখন তা সত্যি বলে প্রতিভাত হয়, তখন একটা জীবন, একটা কোনও সত্যির ধ্রুব প্যারামিটারগুলোও নড়েচড়ে যায়। বিজ্ঞান, জীবন, মনস্তত্ত্ব, উপলব্ধি, স্বপ্ন, বিভ্রমের এই জগতে অনায়াস গতায়াত পার্থ দে-র। তবু কাহিনির তুখোড় বুনন তাঁর করায়ত্ত বলেই কোনও তত্ত্বকথায় তিনি কখনও পাঠককে ভারাক্রান্ত করেন না। বরং অনায়াসে তিনি তাঁর চরিত্রদের এগিয়ে দেন পাঠকের প্রতি। তারপর সেই চরিত্ররাই পাঠককে নিয়ে যায় তাদের স্রষ্টার সৃজনের পৃথিবীতে। সেখানেই চলে সম্ভব-অসম্ভবের অসামান্য খেলা। চেনা পথঘাট, এই ক্লিশে হয়ে ওঠা ফাটাফুটি শহরই হয়তো তখন অন্যরকম। ছোট প্রাণ, ছোট ব্যথার ক্লাসিক অনুভব থেকে কোনও মায়াবী বিভ্রম কিংবা মৃদু ব্যঙ্গে প্রায় নিঃশব্দে রাজনৈতিক চপেটাঘাত— পার্থ দে তাঁর মুনশিয়ানায় তৈরি করেন এ মায়ানগরী কিংবা জতুগৃহ। যেখান থেকে পাঠকের পলায়ন নেই, তবে দহন অবশ্যম্ভাবী। আসলে সেটাই বুঝি লেখকের কাঙ্ক্ষিত। তিনি নিস্তার দেওয়ার পক্ষপাতী নন, তাঁর সাহিত্য তাই নিরাপদও নয়। বরং প্রতি মুহূর্তে ঝুঁকি, বিপজ্জনক আত্ম-উন্মোচনের দিকে তিনি একটু একটু করে ঠেলে দিতে পারেন পাঠককে। আর কে না যেন এই অস্বস্তিতুকু গায়ে মেখে নিতে পাঠকেরও আজন্ম অপেক্ষা! পার্থ দে-র গল্প সংকলন ‘ফিল গুড গাড়ি’ তাই সেই সম্মিলন হয়ে উঠতে চলেছে বলেই আমাদের বিশ্বাস।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.