চৌরঙ্গী সাহিত্য পত্রিকা : কমেডিয়ান ছয়
শ্যাম লাহা, শীতল বন্দ্যোপাধ্যায়, নৃপতি চট্টোপাধ্যায়, অজিত চট্টোপাধ্যায়, হরিধন মুখোপাধ্যায়, নবদ্বীপ হালদার।
"হাসা মোটেই অন্যায় নয়, হাসা এক ধরনের পুণ্য, তা আমাদের বাস্তবের মাটি থেকে, কাদা থেকে অনেক দূরে সরিয়ে দেয়, এটা আমাদের বোঝা উচিত।
...শেক্সপিয়ার যে ‘unaccommodated man’-এর কথা বলছেন, সেভাবেই কৌতুকাভিনেতা সত্যিই সিনেমার ভিতরে থাকেন না, তিনি থাকেন বাইরে। যদি আপনি বাংলার কৌতুকাভিনেতাদের কাজ দেখেন, তাহলে অনেক বিষয়ই লক্ষ করবেন। চার্লি চ্যাপলিন আমেরিকান বলে তাঁর অনেক কিছুই আমরা সহ্য করি। ‘Modern Times’-এ তিনি যখন স্ক্রু টাইট দিচ্ছেন, সেটা দিতে দিতে তিনি এক মহিলার শরীরের এক বিশেষ অংশেও তিনি টাইট দিতে যান, আমরা তা দেখে হো-হো করে হেসে উঠি, তাতে একটা যৌন ইঙ্গিতও থাকে। আসলে, এখানে তিনি বুঝিয়ে দেন, পুঁজিবাদ তার লাভের প্রতিযোগিতায় একজন সাধারণ নাগরিককে কতখানি উন্মাদ করে দিতে পারে।"
......এবারকার 'কমেডিয়ান ছয়' সংখ্যায় সঞ্জয় মুখোপাধ্যায় লিখেছেন হাস্যকৌতুকাভিনেতাদের অবাস্তব অভিনয় নিয়ে। নির্মল, অনাবিল হাসির যে নিজস্ব জোরের জায়গা আমাদের সংস্কৃতিতে ছিল, চলচ্চিত্রে ছিল, তার স্পষ্ট রাজনৈতিক বয়ান নিয়েই, সে আলোচনা-ভাবনার সূত্র শ্রী সঞ্জয় মুখোপাধ্যায় ধরিয়ে দিয়েছেন।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি