চৌরঙ্গী : নির্মলকুমার সংখ্যা
'...উত্তমকুমারকে ছোট থেকেই চিনতাম। উত্তমদা আমাদের বাড়ির কাছেই থাকতেন। ওঁরা পাড়ায় মঞ্চ বেঁধে নাটক করতেন। সেই নাটক আমি দেখেছি। তবে ওদের সঙ্গে অভিনয় করা হয়নি। বয়সে ওঁদের চেয়ে একটু ছোট ছিলাম। ওদের সঙ্গে যেতে পারতাম না। তারপর উত্তমদা এমপিতে চাকরি পেলেন, সিঁথি মোড়ের এমপি স্টুডিওতে… আমিও পরে এমপিতে অভিনয় করেছি। উত্তম ওখানে স্টাফ আর্টিস্ট হিসেবে ছিলেন।তখন পূর্ণ সিনেমার উল্টোদিকে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতেন, দেখেছি,এমপি স্টুডিওর গাড়ি আসত ওঁকে নিতে… ওঁকে যেতে দেখতাম। আমার সঙ্গে পরবর্তী সময়ে তো খুব সখ্য গড়ে ওঠে। আমার বিয়েতে তো বরকর্তা ছিলেন। ওঁর সঙ্গে কমললতা, বনপলাশীর পদাবলী,লাল পাথর — বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছি। সে সব আলাদা দিন ছিল।বয়সের ভারে সব কথা এখন মনেও পড়ে না।....'
( নির্বাচিত অংশ)
নির্মলকুমারের সাক্ষাৎকার
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি