দহন
লহ্মী ঘোষ বিশ্বাস
উত্তরবঙ্গের মাটিতে বড় হওয়া, তার পরিবেশ, সমাজ ও সংস্কৃতি লেখিকা লক্ষ্মী ঘোষ বিশ্বাসকে দিয়েছে অন্য চোখ, যে চোখে শুধু প্রকৃতি নয়, মানুষের বঞ্চনার ইতিহাস ধরা পড়ে। তাঁর লেখনি ও গল্পের বিষয় পাঠককে এক অশ্রুত সত্যের সামনে দাঁড় করিয়ে দেয়।
যে জীবনবৃত্তে বড় হয়েছেন সেই বৃত্তে বেড়ে ওঠা মানুষ জনের জীবনে ছিল অনেক অপূর্ণতা, তারা পারেননি ছুঁতে সহজে সাফল্যের পরিসীমা। অনেক ব্যর্থতার মধ্যেও ধিকিধিকি করে বেঁচে ছিল আশার আলো। দহন দগ্ধ জীবনেও তাঁরা খুঁজেছেন সত্য শিব সুন্দরকে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি