দক্ষিণ চব্বিশ পরগণার লোকাচার
কৃষ্ণ কিশোর মিদ্যা
ঐতিহ্য মানুষকে আপন পায়ে দাঁড়াতে শেখায়। অথচ অতীত ভুলতে আজ আমাদের কত না প্রয়াস! হাটের চেয়ে বাজার, বাজারের চেয়ে মল-এ আমাদের বেশি ঝোঁক। পৈতৃক ভিটার চেয়ে ফ্ল্যাটে অনুরাগ। মাটি ঘেঁষা ঘরের তুলনায় হাইরাইজে টান। মাটি-শূন্য এই মুঠো ফোনের সংস্কৃতির যুগে গ্রামীণ বিশ্বাস-সংস্কার, আচার-অনুষ্ঠান, পাল-পার্বণ, সব যেন ' silly superstition' মাত্র। অথচ যাকে আমরা সংস্কার ভাবি, তার ও যে একটা বাস্তব প্রেক্ষিত ছিল কোন একদিন, তা আমরা ভুলে যাই। সংস্কার বা আচার কখনও জীবন-নিরপেক্ষ নয়, তার মধ্যে লুকিয়ে থাকে সমাজ-ইতিহাসের উপাদান। এমন-ই প্রেক্ষিত যুক্ত, অবলুপ্ত প্রায়,অর্ধ শতের মতো লোকাচারকে আমাদের কাছে ফিরে দেখার অবকাশ তৈরি করে দিয়েছেন গবেষক কৃষ্ণকিশোর মিদ্যা তাঁর " দক্ষিণ চব্বিশ পরগনার লোকাচার " গ্রন্থে। যদিও লেখকের আলোচনার ভূগোল দক্ষিণ চব্বিশ পরগণা, কিন্তু তাঁর উদ্ধারকৃত লোকাচারগুলো অনেকাংশে দক্ষিণ বঙ্গের-ই প্রতিনিধিত্ব করে। সুগঠিত গ্রন্থটি আমাদের অতীতচারী করে, দায়বদ্ধ করে তোলে ঐতিহ্য সংরক্ষণের প্রতি। শিকড়ের রস ও মাটির স্বাদ এনে দেয়।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.