দক্ষিণের বীরবল তেনালি রামন
অনাবিল সিদ্ধান্ত
ষোড়শ শতকে, উত্তর ভারতে আকবরের নবরত্নদের অন্যতম যেমন' বুদ্ধিমান 'বীরবল, দক্ষিণ ভারতে তেমনই বিজয়নগর রাজ্যের রাজা কৃষ্ণদেব রায়ের সভাকবি তেনালি রামনও প্রখ্যাত ছিলেন তাঁর ক্ষুরধার বুদ্ধি ও প্রত্যুৎপন্নমতিত্বের জন্য। বীরবলের মতোই তেনালি রামনকে নিয়েও নানান মনোগ্রাহী উপাখ্যান প্রচলিত আছে, যাদের ঐতিহাসিক সত্যতা সন্দেহের ঊর্ধ্বে নয়।
উপভোগ্যতার দিকে নজর রেখে তেনালি রামনকে নিয়ে প্রচলিত কিছু সরল, সরস ও বুদ্ধিদীপ্ত গল্প এই সংকলনে গ্রথিত হয়েছে।