দলিত কথা সাহিত্য সংগ্রহ
শ্যামল বৈদ্য
এক ভবঘুরে কবিরাজের জীবন ও লড়াইয়ের কাহিনি রয়েছে 'ইতরবিম্ব' উপন্যাসে। তুকতাক করে বেড়ানো লোকটাকে অনেক অত্যাচার সহ্য করতে হয় দলিত বলে। অদ্ভুত মানুষটি বাংলাসাহিত্যে এক ব্যতিক্রমী চরিত্র। তার লড়াইয়ের শামিল হয়ে যায় কলেজ ছাত্রী। এ কি প্রেম? না, তার চাইতেও বেশি? প্রকৃত জীবনের মানে খুঁজছে ক্লান্ত সমাজ। 'লটই শব্দকরের ডাহুক' উপন্যাসে লটই জীবনের ছবি দেখে অলীক ডাহুকের চোখ দিয়ে, কিন্তু শব্দকরদের জীবনে ঘটে উলটো ঘটনা। ময়না লড়াই করেও শেষ রক্ষা করতে পারল না। নীচুজাতের বেঁচে থাকার অধিকার কৌশলে কেড়ে নেয় মুরব্বিরা। অসমান লড়াই করতে-করতে হয় প্রতিদিনের সূর্যাস্ত। জমাট অন্ধকার জড়িয়ে শুয়ে থাকে দলিত-জীবন। দুটি উপন্যাসে রয়েছে দলিতের কথ্যভাষা, কখনও যা শালীনতার মাত্রা ছাড়িয়েছে। যাঁদের এই শব্দবন্ধ নিতে অসুবিধে তাঁরা বরং এড়িয়ে চলুন। সুহৃদ পাঠকগণকে এমন দুটো গ্রন্থ উপহার দিতে পেরে 'গাঙচিল'-পরিবার আনন্দিত।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি