Darogar Daptor 2

(0 পর্যালোচনা)


দাম:
₹750.00
ডিসকাউন্ট মূল্য:
₹697.00

পরিমাণ:

মোট দাম:
শেয়ার করুন:
প্রকাশক
পুনশ্চ প্রকাশনা
পুনশ্চ প্রকাশনা
(0 ক্রেতার পর্যালোচনা)
সর্বাধিক বিক্রীত বই

দারোগার দপ্তর ২ 

প্রিয়নাথ মুখোপাধ্যায় 

'দারোগার দপ্তর' নামটি শুনলেই চলে আসে প্রিয়নাথ মুখোপাধ্যায়ের কথা। সংসদ বাঙালি চরিতাভিধান (সংশোধিত তৃতীয় সংস্করণ, জুলাই ১৯৯৪, পৃ. ৩১৭) জানাচ্ছে, "প্রিয়নাথ মুখোপাধ্যায়ের জন্ম ১৮৫৫ খ্রিস্টাব্দের ৪ জুন। নদিয়ার জয়রামপুরের চুয়াডাঙায়। তাঁকে বলা হয়েছে বাংলা গোয়েন্দা গল্পের পথিকৃৎ। পেশায় ছিলেন পুলিশ কর্মচারী। তিনি 'দারোগার দপ্তর' নামে একটি মাসিক পত্রিকা ১২৯৭ বঙ্গাব্দ থেকে ১২ বছর চালিয়েছিলেন। এ পত্রিকায় প্রকাশিত গল্পগুলি পরে 'ডিটেকটিভ গল্প' নামে পুস্তকাকারে ছাপা হয়। রচিত গ্রন্থঃ 'তান্তিয়া ভিল', 'ডিটেকটিভ পুলিশ' (৬ খণ্ড), 'ঠগিকাহিনী', 'বুয়ার যুদ্ধের ইতিহাস' প্রভৃতি।" উৎস নির্দেশ থেকে জানা যাচ্ছে, সংসদ বাঙালি চরিতাভিধানের প্রধান সম্পাদক সুবোধচন্দ্র সেনগুপ্ত ও সম্পাদক অঞ্জলি বসু শশিভূষণ বিদ্যালঙ্কার সংকলিত 'জীবনীকোষ'-কে গ্রহণ করেছেন। কর্মজীবনের সাফল্যহেতু ইংরেজ সরকার প্রিয়নাথ মুখোপাধ্যায়কে 'রায়বাহাদুর' উপাধিতে ভূষিত করেছিল। জানা যাচ্ছে, প্রিয়নাথ মুখোপাধ্যায়ের জীবনাবসান হয় ২০জুন ১৯০৭ খ্রিস্টাব্দে। 

-----------

দারোগার দপ্তর (১৮৯২) প্রিয়নাথ মুখোপাধ্যায় এই ডিটেকটিভ গল্পের ধারা শুরু করেন। অনেকগুলি খণ্ডে প্রকাশিত হয়েছিল। প্রিয়নাথ নিজে ছিলেন পুলিশ দপ্তরের কর্মচারী। প্রধানত নিজের অভিজ্ঞতা অবলম্বনে এই গল্পগুলি লিখিত হয়। তবে কোনো কোনো খণ্ডে বিদেশি ডিটেকটিভ গল্পের অনুবাদও সংকলিত হয়। এর ১৩, ১৪ ও ১৫ সংখ্যার সমালোচনা প্রসঙ্গে "ভারতী' (১৩০০ বঙ্গাব্দ, আষাঢ়) লিখেছিলেন, "ব্যাপারটি আমাদের দেশের পক্ষে নূতন।" এই গ্রন্থধারাকে বাংলা ডিটেকটিভ গল্পের আদি বলা চলে। দারোগার দপ্তর মাসে মাসে বেরোত। প্রত্যেক সংখ্যায় প্রায়ই একটি কাহিনি থাকত। সুকুমার সেন বলছেন, দারোগার দপ্তরের প্রথম সংখ্যা বেরিয়েছিল ১৩০০ সালে অর্থাৎ ১৮৯৩ খ্রিস্টাব্দে। অনেকেই তা কিনতেন। কি শহরে কি গাঁয়ে সর্বত্র শিক্ষিত ভদ্র বাঙালির ঘরে এই দু চার সংখ্যা দেখা যেত। ড. সেনের মতে, দারোগার দপ্তর পুলিশি কাহিনির এবং সেই স্বাদের রোমাঞ্চকর ক্রাইম সত্য কাহিনির মালা। 

----------------

বাস্তব ও অবাস্তব ডিটেকটিভ কাহিনীর সূত্রপাত রীতিমতো করেছিলেন প্রিয়নাথ মুখোপাধ্যায় (১৮৫৫-১৯৪৭)। ইনি কলকাতা ডিটেকটিভ পুলিশে কাজ করেছিলেন তেত্রিশ বছর ধরে। কর্ম থেকে অবসর গ্রহণ করেছিলেন ১৯১১ খ্রিস্টাব্দের ১৫ মে তারিখে। অর্থাৎ বোঝা যাচ্ছে, প্রিয়নাথ ১৮৭৮ খ্রিস্টাব্দে কলকাতা ডিটেকটিভ পুলিশে চাকরিতে যোগদান করেন। আত্মজীবনীর উপক্রমণিকায় (১৩১৮ বঙ্গাব্দ) প্রিয়নাথ লিখেছেন, "দীর্ঘকাল ডিটেকটিভ পুলিশের কার্য করিয়া যে সকল মকদ্দমার কিনারা করিতে সমর্থ বা সময় সময় অকৃতকার্য হইয়াছি, তাহা আমি অনেক সময় 'দারোগার দপ্তরে' প্রকাশ করিয়া থাকি।"

এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি

Boier Haat™   |   © All rights reserved 2024.