ডেকাগন প্লাস ২
দেবাঞ্জন মুখোপাধ্যায়
প্রচ্ছদ : স্বর্ণাভ বেরা
কোনো অপরাধের ঘটনা যখন ঘটে, তখন সেটি কে ঘটিয়েছে সেই প্রশ্নের পাশাপাশি সে কেন ঘটিয়েছে, সেই প্রশ্নও হয়ে ওঠে সমান গুরুত্বপূর্ণ।
অপরাধের তদন্ত একজন তদন্তকারীকে নিয়ে চলে নানা কানাগলির মধ্য দিয়ে। সেই কানাগলি ধরে যেতে যেতেই তাকে বা তাদেরকে খুঁজে নিতে হয় যাবতীয় প্রশ্নের উত্তর। সে কাজে সফল না হলে তদন্ত থেমে যায় এক জায়গায়।
কিন্তু প্রশ্ন কি কেবল অপরাধের ঘটনাতেই থাকে? স্বাভাবিক জীবনেও অনেক সময় এমন কিছু ঘটনা ঘটে যায়, বা এমন কোনো অভিজ্ঞতার সম্মুখীন হয় মানুষ, যা তার যুক্তি, বুদ্ধি বা বোধ ঠিক মেনে নিতে পারে না। অবিশ্বাস্য কোনো ঘটনা মানুষের মনে প্রশ্ন জাগায়, এমনটা কেন ঘটল, কী করে ঘটল? যা ঘটেছে, তাকে সে অস্বীকারও করতে পারে না, আবার মন থেকে ঠিক মেনেও নিতে পারে না, সত্যিই এমনটা ঘটেছে। মনের মধ্যে মাথা তুলতে থাকা প্রশ্নগুলোর কোনো সদুত্তর সে পায় না, কেবল হাতড়ে বেড়ায়।
এই গ্রন্থে সংকলিত প্রতিটি কাহিনিই গিয়েছে সেই প্রশ্ন-উত্তরের খেলার মধ্যে দিয়ে। কোথাও প্রশ্নের উত্তর পাওয়া গেছে, কোথায় যায়নি!
ভাগ্যিস যায়নি, না হলে কি আর সেগুলো কাহিনি হয়ে উঠত! জীবনে যা কিছু গড়পড়তার বাইরে, তাই তো স্মৃতিচিহ্ন তৈরি করে। তাই তো গল্প হয়ে ওঠে!
আগামী আন্তর্জাতিক কলকাতা বইমেলায় লেখক দেবাঞ্জন মুখোপাধ্যায়ের হাত ধরে আসছে 'রহস্য-রোমাঞ্চ'-এর গল্প সংকলন--ডেকাগন প্লাস ২ ।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি