দেশ বিদেশের গুপ্তচর : মিথ ও ইতিহাস

(0 পর্যালোচনা)

লিখেছেন:
কৌশিক রায়
প্রকাশক:
শব্দ প্রকাশন

দাম:
₹375.00

সংস্করণ:
পরিমাণ:

মোট দাম:
শেয়ার করুন:
প্রকাশক
শব্দ প্রকাশন
সূর্য সেন স্ট্রীট
(0 ক্রেতার পর্যালোচনা)
সর্বাধিক বিক্রীত বই

দেশ বিদেশের গুপ্তচর : মিথ ও ইতিহাস 

কৌশিক রায় 

গুপ্তচরবৃত্তি বা এস্পিওনাজ— এই বই সেই অকথিত, অনালোচিত পেশার ইতিহাস। তারই মধ্যে রয়েছে অনেক হাসি-কান্না, অনেক রক্ত-ঘাম-অশ্রু। রয়েছে অনেক উত্থান ও পতনের কাহিনি। তবে হ্যাঁ, ইতিহাস হলেও লেখক নিজের মজবুত লেখনী ও মেধার সমন্বয়ে একে পরিবেশন করেছেন থ্রিলারের মতো করেই। তাই বলা যায়, এ এক অন্যরকম স্পাই-থ্রিলার!গুপ্তচরবৃত্তি বা এস্পিওনাজ নামক পেশা সম্বন্ধে আমরা কী জানি? সিনেমার জেমস বন্ডের দুনিয়ার বাইরে এলে, এই পেশায় গ্ল্যামার নেই; অথচ পদে পদে রয়েছে বিপদ। সভ্যতার একেবারে উষালগ্ন থেকেই মানবসমাজে গুপ্তচরবৃত্তি চলে আসছে। আড়াই হাজার বছর পূর্বে চৈনিক সেনানায়ক সান য়ু-র লেখা 'আর্ট অফ ওয়্যার' গ্রন্থে 'তাঁদের' উল্লেখ পাওয়া যায়। দু-হাজার বছর পূর্বে কৌটিল্য রচিত অর্থশাস্ত্রেও উল্লেখ আছে গুপ্তচরেদের। মহাভারত, বেদ, বাইবেল, ইলিয়াড, কামসূত্র, হেরোডোটাস কিংবা লিভি-র লেখাতে তাঁরা ছিলেন। তাঁরা ছিলেন প্রাচীন মেসোপটেমিয়া, মিশর, গ্রিস, রোম, পারস্য সাম্রাজ্যে; তাঁরা ছিলেন মধ্যযুগের আরব, বাইজান্টাইন, মোঙ্গল সাম্রাজ্যে; তুর্কি, মোঘল, ব্রিটিশ দ্বীপপুঞ্জ হয়ে আধুনিক ভারতেও 'তাঁরা' রয়েছেন বহাল তবিয়তে, হাজার-হাজার বছর। পূর্বের গুপ্তচরদের গুপ্ত-ইতিহাস জানার প্রয়াস-ই এই গ্রন্থ। 

লেখক পরিচিতি : 

যে লেখক গুপ্তচরদের মতো কায়াহীন ছায়াদের নিয়ে লেখার কথা চিন্তা করেন, তিনিও যে ব্যক্তি-জীবনে অনেকটাই অসামাজিক তা বোধহয় আর বলার অপেক্ষা রাখে না। অফিস আর বাড়ি ছাড়া ছোটোখাটো চেহারার মানুষটা গুপ্তচরদের মতোই রাস্তার মোড়ে কিংবা মেট্রোর ভীড়ে চোখের নিমেষে হারিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন। কান আর চোখ সদা জাগ্রত। শখ- আহ্লাদ বলতে দুটো- নিত্য নতুন খাবার খেয়ে দেখা আর নতুন নুতন বিষয়ের ওপর বই পড়া। জাপানি ভাষায় একটি প্রবাদ আছে- 'যদি তুমি অমর হতে চাও তবে তিনটি কাজ করো- গাছ লাগাও, বিবাহ করে পরবর্তী প্রজন্মের জন্ম দাও আর নিজের জীবনকালে অন্তত একটি বই লেখো।' লেখক এখন ওই শেষেরটি দিয়েই অমরত্ব লাভের আশায় পাঠকের দরবারে হাজির হয়েছেন। লেখক কতটা সফল হলেন সেটা অবশ্যই পাঠকরাই বিবেচনা করবেন।

এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি

Boier Haat™   |   © All rights reserved 2024.