দেশ যে রাগের নাম
শ্রীদর্শিনী চক্রবর্তী
শ্রীদর্শিনী চক্রবর্তীর জন্ম কলকাতায়, ১৯৮২ সালে। তার পিতা ও একাধারে গুরু পন্ডিত মানস চক্রবর্তী। সাঙ্গীতিক এবং সংস্কৃতিমনষ্ক পরিবারে বড় হয়ে ওঠা শ্রীদর্শিনীর স্নাতকোত্তর পড়াশোনা অর্থনীতি নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। পেশাগতভাবে গান গাওয়া গান বাঁধা এবং গান শেখানোর পাশাপাশি সাহিত্য তার অস্তিত্বের সঙ্গে জড়িয়ে রয়েছে। মুম্বাইয়ের ইন্ডিয়ান আইডল একাডেমীর মেন্টর হিসেবে কাজ করেছেন, গানের এলবাম বৃষ্টিকথন প্রকাশ পেয়েছে টাইমস মিউজিক থেকে। একাধিক ছবিতে, টিভি সিরিয়ালে গান গেয়েছেন। ইন্ডিয়ান আইডল সহ বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত থেকে বর্তমানে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত এবং তার ব্যবহারিক দিক নিয়ে কাজ করছেন। লেখালিখির শুরু স্কুলজীবন থেকে হলেও তার ধারাবাহিক প্রকাশের শুরু শূন্য দশকের মাঝামাঝি। লিখেছেন দেশ পত্রিকা, এইসময়, আনন্দবাজার পত্রিকা থেকে শুরু করে কৃত্তিবাস, কৌরব, কবিসম্মেলন ইত্যাদি পত্র-পত্রিকায়। তার ইতিপূর্বে প্রকাশিত একক কাব্যগ্রন্থ - শীতের অব্যর্থ ডুয়ার্স (সপ্তর্ষি প্রকাশন), এসো বৃষ্টি এসো নুন (সৃষ্টিসুখ প্রকাশন), রাজা সাজা হল না যাদের (সিগনেট প্রেস), জ্বর-জ্বর ইচ্ছেগুলি (শুধু বিঘে দুই), নির্বাচিত কবিতা (একতারা প্রকাশনী), সামান্য মেধার কারুকাজ (ধানসিড়ি প্রকাশন)।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.