এই জন্ম বনকলমির
মন্দিরা ঘোষ প্রণীত মুক্তগদ্যগ্রন্থ
প্রচ্ছদ গ্র্যান্ডি মেক্সওয়েল
বিষাদ যে কখন আপন ঘরে বিছিয়ে দেবে তার কালো মেঘের আকাশ তার খবর কে জানে! খালি খালি একতাল মনকেমনের ভার! সেও যেন কেমন বিলাসিতায় ওড়ে! ভাবায়... শুধু ভাবায় না, কাঁদায়ও। বিষাদসুখের কালো টিপ সব উজ্জ্বলতাকে স্নান করেও কোথাও যেন বিলাসী হয়ে জড়িয়ে থাকে।
এভাবেই কখন যে ছুঁয়ে যায় মেঘলা কলারের উচ্চতা! দিনের খেয়ালে পদবীর আহ্লাদী স্বর গেঁথে চলে বিষন্ন মালা, নিপুন তার বুননের ঠোঁট, ফাঁক নেই কোথাও। চোখের রেলিং জুড়ে তাথই মুদ্রা, বাঁপাশের উজানে ভাটিয়ালির টান! দোলাচল এঁকে চলে বন্ধাহীন ঢেউ। টলোমলো তরিটি... সব বাঁধন ছিঁড়ে ভেসে যাবার আকাল।
অদৃশ্য তরিকের হাতে শক্ত করে বাঁধা দাঁড়। ভাসিয়ে নিয়ে যায় বিষাদদিনের বন্যায়। বুকের ভেতর কিশোরী গ্রামের মেঠো আঁচল। সেখানে কুর্চি আর পিয়ালের বন, পাখিগানের ঝিলমিল আকাশ, বৃষ্টিরা সেখানে বাঁধনহারা! ভাসিয়ে দেয় জমাট মেঘের অহংকার!
একটা বড় কালবোশেখির পর যখন উদার আকাশ, সুর ছড়িয়ে দেয় নিহারিকামালা আর মেরুপ্রভার গায়ে, আলোয় আলোয় উদ্বেল হয় চারপাশ, আমরা নতজানু হই! নতজানু হতে শিখি।
ভাঙি, টুকরো হয়ে মিলিয়ে যেতে ইচ্ছা করি ওই আকাশি উদারতায়।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.