এক বছরের গল্প
লীলা মজুমদার
নন্দলাল বসু চিত্রিত
"যাদের বয়স কম করে তেরো-চোদ্দ, তারাই এ বইয়ের রস বুঝতে পারবে। খুব ছোটদের জন্য নয় এ গল্প। এর মধ্যে এক বর্ণও বানানো কথা নেই। যেমন যেমন আমার মনে পড়েছে, তেমনি লিখে গেছি। সে সময়ে ডাইরিও রাখিনি যে ভুলে গেলে দেখে নেব। কাজেই একটু-আধটু ভুল থাকতে পারে। হয়তো কাউকে ভুল নামে ডেকেছি। কিংবা আগের ঘটনা পরে, পরের ঘটনা আগে দিয়েছি। বা বেমালুম বাদ দিয়ে গেছি, অথবা উদোর বোঝা বুদোর ঘাড়ে চাপিয়েছি। মানুষের স্মৃতি বড় মজার জিনিস। লিখতে বসেছি ৫৫ বছর আগের কথা। জেনেশুনে কোথাও সত্যের অপলাপ করিনি। রবীন্দ্রনাথের লেখা বারেবারে ছাপা হবে।
নতুন নতুন লেখকরা তার সমালোচনা করবেন। কিন্তু তাঁকে নিজেদের চোখে দেখেছিল; তাঁর সঙ্গে কথা বলেছিল; তাঁর পাশে বসেছিল; তাঁর স্নেহের এক কণাও পেয়েছিল, এমন মানুষ এখনও হাতে গোনা যায়। পরে তাঁরাও থাকবেন না। যদি এই বইখানি পড়ে সেই সুন্দর মানুষটিকে একটুখানিও বুঝতে পার, তাহলেই আমি ধন্য হব।"
—লীলা মজুমদার
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি