একশো তারার আলো : শতাধিক বাঙালি চিকিৎসক মহাজীবনের আলেখ্য
সংকলন : লিভার ফাউন্ডেশন
কথকতার ঢঙে ও চিত্রকল্পের সাহচর্যে শতাধিক বাঙালি চিকিৎসকের জীবন এবং কাজের রূপরেখা তুলে ধরা হয়েছে 'একশো তারার আলো' সংকলন গ্রন্থে। চিকিৎসা পেশার ইতিহাস এবং বিবর্তনকে উপস্থাপনার চেষ্টা করা হয়েছে সময়ের ছন্দে পথ চলার ভিতর থেকে উঠে আসা গল্পের মতো। উনিশ শতকের শুরুর থেকে বিশ শতকের প্রথমার্ধে বাংলায় জন্ম নেওয়া চিকিৎসাব্রতীরা এই সংকলনের উপজীব্য। পেশাগত অবদানের বাইরে ব্যাপকতর সমাজজীবনের সঙ্গে তাল মিলিয়ে তাঁরা যেভাবে উজানে নৌকা বেয়েছেন, তা জেনে ভবিষ্যৎ প্রজন্ম অবশ্যই প্রেরণা পাবেন। বর্তমান প্রজন্ম পাবেন গর্বিত উত্তরাধিকারের উষ্ণতার স্পর্শ। পেশার বাইরে থাকা অযুত মানুষ চিকিৎসা পেশার কালজয়ী ঐতিহ্যের কথা পড়ে ঋদ্ধ হবেন।
এই সংকলনে কিছু চিকিৎসক মহাজীবনের পথ চলার ভাঁজে ভাঁজে এই পেশার আত্মানুসন্ধানের চেষ্টা করা হয়েছে। জীবনের উত্তাপস্নিগ্ধ এই বাংলায় চিকিৎসা পেশার অগ্রপথিকদের তৈরি করা সুর এখনও ঢেউ তুলছে প্রতিটি জনপদে চলমান দৃপ্ততায়, এ কথা বলাই বাহুল্য।
-----------------
"স্বাস্থ্যের অধিকার আর স্বাস্থ্য ব্যবস্থার বৈষম্যের বিমূর্ততায় বিকল্প স্বাস্থ্য-সংস্কৃতির সন্ধানে পথ চলা শুরু লিভার ফাউণ্ডেশন-এর ২০০৬ সাল থেকে। চিকিৎসক, গবেষক ও সমাজকর্মীদের মিলিত ভাবনায়, অন্যান্য বিশিষ্ট জনের সান্নিধ্য আর বহু মানুষের সাহচর্যে আজকের এই অবস্থান। এই সংগঠনের উদ্যোগ, উদ্যম আর উৎসাহ এক সুস্থির সমাজের- যেখানে সকলের স্বাস্থ্য সুরক্ষিত আর প্রয়োজনভিত্তিক চিকিৎসা সকলের আয়ত্তে।
স্বাস্থ্য-চেতনা উন্মেষের লক্ষ্যে নানান কর্মসূচি, অসুখবিসুখের বিজ্ঞান আর লোকস্বাস্থ্যের আঙিনায় নিরন্তর গবেষণা, লিভার আর ডাইজেস্টিভ ডিজিজ নিরাময়ে সর্বোচ্চ চিকিৎসাকেন্দ্র, নার্সিং শিক্ষার উৎকর্ষ শিক্ষাঙ্গন- লিভার ফাউণ্ডেশনের কয়েকটি প্রয়াস। গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার অনিবার্য অনুঘটকগুলির আলোচনা ও তার প্রায়োগিক প্রাসঙ্গিকতায় নানান প্রচেষ্টা, সমাজ উন্নয়নের সর্বাধিক গুরুত্বপূর্ণ সূচক প্রাথমিক শিক্ষাবিস্তারে অংশগ্রহণ। অল্প কিছু কাজ লিভার ফাউণ্ডেশন করেছে, অনেক কাজ, অনেকটা পথ এখনও বাকি। সাধ অনেক, সাধ্য সীমিত, তবুও এই সীমাহীন পথ চলাতেই আনন্দ"।-----পার্থসারথি মুখোপাধ্যায় সম্পাদক, লিভার ফাউণ্ডেশন
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি