ফাদার ব্রাউনের রহস্য কাহিনি
মূল কাহিনি : জি কে চেস্টারটন
অনুবাদ : সৌরভ বন্দ্যোপাধ্যায়
ফাদার ব্রাউনের গল্পগুলো লেখা হয়েছিল গত শতকের শুরুর দিকে। ফলে সেই সময়ের একটা ছাপ গল্পগুলোর মধ্যে পরিষ্কার ভাবে ফুটে উঠেছে। এই গ্রন্থটি দশটি গল্পের সংকলন যেখানে দেখা যাবে– ফাদার ব্রাউনের কর্ম পদ্ধতি সবার থেকে একেবারেই আলাদা। তিনি ঘটনা পরম্পরা খুঁটিয়ে খুঁটিয়ে বিশ্লেষণ করে দেখেন। নিজের মনে যুক্তির মায়াজাল বোনেন। যেন মনে হয় তিনি আগে ঘটে যাওয়া ঘটনাবলিকে নিজের চোখের সামনে দেখতে পাচ্ছেন। আর সেই সময় তিনি ভেতরে ভেতরে বেশ অস্থির হয়ে পড়েন। যদিও তাঁর শরীরী ভাব ভঙ্গির কোনোরকম বদল হয় না। সত্য উদঘাটন করাটাই তার কাছে আসল। তার পরের ঘটনা নিয়ে তিনি আর মাথা ঘামাতে চান না।
ফাদারের রহস্য সমাধানের এই নতুন ধরনটাই এই বইয়ের আসল চমক। পেঁয়াজের খোসা ছাড়াবার মতোন করে ধীরে ধীরে অপরাধের একেবারে কেন্দ্রে পৌঁছে গিয়ে তার কিনারা করে ফেলাটাই পাঠককে মুগ্ধ করে রাখবে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি