গল্পকুঞ্জ
দেবর্ষি সারগী
প্রায় ১৮বছর পর সম্পূর্ণরূপে পরিমার্জিত হয়ে প্রকাশিত হয়েছে দেবর্ষি সারগীর পঞ্চাশটি গল্পের সংকলন। এক নাম। প্রচ্ছদও এক।
এতে আছে দেবর্ষি সারগীর পঞ্চাশটি গল্প, যেন পঞ্চাশটি ছোটবড় বৃক্ষের একটি কুঞ্জ। বৃক্ষেরা সব আলাদা আলাদা, পারস্পরিক দূরত্বে দাঁড়িয়ে, কিন্তু চারিত্রিক বৈশিষ্ট্যে ওরা একটি অখণ্ড কুঞ্জও যেন। একই পরিবারের নানা সন্তানের মতো। এইভাবেই দেবর্ষি নির্মাণ করে চলেছেন একটি নিজস্ব গল্পভুবন। কয়েকটি বাক্য পড়ার পরেই পাঠক বুঝতে পারে সে আস্তে আস্তে যে ভূখণ্ডে, যে দেশে, যে আবহে, যে আনন্দ বেদনা ও বিস্ময়ে, এবং আশ্চর্য নরনারীদের যে আবছা স্নায়ুমণ্ডলীতে প্রবেশ করতে চলেছে সে সব দেবর্ষির জগতের। বস্তুত, এই লেখকের পটভূমি যেন গোটা ব্রহ্মাণ্ড, আর চরিত্র পৃথিবীর সব মানুষ। অন্য ভাষায়, গল্পগুলি যেন বাংলার, ভারতবর্ষের এবং বিশ্বের। আর কালটাও শুধু সমকালীন নয়, জগতের জন্মলগ্ন থেকে, মানুষের গুহাবাস থেকে আধুনিক সময় পর্যন্ত এই কাল বিস্তৃত। পুরাণ, প্রাচীন দর্শন, ইতিহাস, নৃতত্ত্ব, মানুষের আশ্চর্য সব স্বপ্ন, আশ্চর্য সব কল্পনা, এবং আশ্চর্য সব বেদনা ভাবনা ও আকুতি গল্পগুলিতে বোনা হয়েছে কোনও বর্ণাঢ্য মাকড়সার জালের মতো। অথচ কোনও গল্পই নিছক বৌদ্ধিক, ক্লান্তিকর জটিলতায় ভারাক্রান্ত নয়। পাঠে যেন রূপকথার স্বাদ। ভিন্ন অথচ সুখপাঠ্য: বাংলা ছোটগল্পে এই দুই বৈশিষ্ট্যকে অর্জন করার দুরূহ সাধনা করে চলেছেন দেবর্ষি সারগী।
*** প্রচ্ছদ লেখকের মতানুসারে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি