গল্প কথায় ঠাকুর বাড়ি
পার্থজিৎ গঙ্গোপাধ্যায়
ঠাকুরবাড়ির নানা ঘটনা। আপাতভাবে গল্পের মতো মনে হলেও গালগল্প নয়। ষোলোআনা সত্যি। বিভিন্ন স্মৃতিকথায় এসব ছড়িয়ে আছে। কোনোটি হাস্যরসে ভরপুর, আবার কোনোটি বেদনাবিধুর। রবীন্দ্রনাথকে দারোয়ান ভেবে দৌড়ে পালিয়েছিল চোর। ঘটনাটি ঘটেছিল জোড়াসাঁকোয় নয়, ডানলপের অদূরে গুপ্তনিবাসে। সে ঘটনার কথা জেনে সকলেই হাসবেন। কবির মুখাগ্নি করার সুযোগই পাননি কবিপুত্র, একথা জেনে কার না মনের ভেতর হু-হু করে উঠবে। কে না দুঃখে কাতর হবেন। ঘটনার পর ঘটনা। কত বিবরণ! পড়তে পড়তে কখনো মনে হবে, সত্যিই রবীন্দ্রনাথ কত সহমর্মী ছিলেন, লিখে পাওয়া অর্থ বন্যাকবলিত দুর্গত মানুষের কল্যাণে ব্যয় করেছিলেন। রবীন্দ্রনাথকে নিয়ে মিথ্যাচারিতার তো শেষ নেই। পত্নীর সঙ্গে তাঁর সম্পর্ক, দাম্পত্য- এসব নিয়ে একাধিক বই লেখা হয়েছে। যেদিন মৃণালিনী মারা যান, সেদিন শোকস্তব্ধ কবি সারা রাত ছাদে পায়চারি করেছিলেন। শুধু রবীন্দ্রনাথের কথা নয়, ঠাকুরবাড়ির নানা জনের কথা। নানা রঙের ঘটনামালা। ভাবা যায়, গুজব ছড়িয়েছিল, মহর্ষি খুন হয়েছেন। সাহেব মারতে ঠাকুরবাড়িতে বোমা তৈরির খবর জেনে শিহরিত হতেই হয়। বিস্ময় শেষ থাকে না, মাতালের গানে মাতিয়ে দিয়েছিলেন অবনীন্দ্রনাথ-এ তথ্য জানার পর। এমনই কত বিস্ময় জাগানো ঘটনা, অবাক হয়ে পড়তে হয়। ভালো-লাগায়, প্রাপ্তির আনন্দে মন ভরে ওঠে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি