গোয়েন্দা ইন্দ্রনাথ রুদ্র সমগ্র ২
অদ্রীশ বর্ধন
কে এই ইন্দ্রনাথ রুদ্র?
সে এমনই এক শখের গোয়েন্দা যার প্রিয় বসন দামি পাঞ্জাবি আর চুনোট করা ধুতি-ফুল-কোঁচা গোঁজা থাকে পাঞ্জাবির পকেটে। সে ভালবাসে ল্যাভেন্ডাব-সুবাস। তার দুই চোখে কমল-হিরের ঝিকিমিকি। সে অপূর্বকান্তি সুদর্শন পুরুষ, দীর্ঘকায়, গৌরবরণ, নাক-মুখ-চোখ-চিবুক যেন ইটালিয়ান মার্বেল কেটে গড়া। সে অনায়াসেই মেগাস্টার হতে পারত অথবা নামী আইনবিদ-অথবা দেশপ্রিয় রাজনীতিবিদ-কিন্তু সে তা হয়নি। চেহারায় সে কবি-কবি, সরু গোঁফে নিপুণ সূক্ষ্মতা-নবনীতকোমল আপাতদৃষ্টিতে কিন্তু বজ্রকঠিন লৌহমুষল দ্বৈরথ সমরের সময়ে, তখন সে মূর্তিমান বিভীষিকা, চলমান বিদ্যুৎ, নরাকারে চিতা, শরীরী অশরীরী, অসাধারণ লক্ষ্যভেদী। সে অপরাধ-জগতের আতঙ্ক, অসহায় মানুষের পরম সুহৃদ। সে একা, বড় একা। যৌবনে স্কটিশ চার্চ কলেজে এক প্রণয় বিভ্রাটের পরিণামে এখন সে এক জীবন্ত ম্যাগনেট সুন্দরী মহলে-কিন্তু প্রেমের ফাঁদ সে পাতে শুধু কুহকিনী দুষ্কৃতিদের টেনে তোলার জন্যে-নিজে থাকে সমস্ত আবেগ- ধরাছোঁয়ার বাইরে। সে নিত্য যোগব্যায়াম চর্চা করে, অবসর সময়ে বইয়ের পাতায় ডুবে থাকে-হ্যাঁ, সে একা বড় একা। তার নাম ইন্দ্রনাথ রুদ্র-প্রাইভেট ডিটেকটিভ।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.