হাংরি যুগ
মলয় রায়চৌধুরী
প্রচ্ছদ : সুপ্রসন্ন কুণ্ডু
বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় ২১ জানুয়ারি, ২০১৩ তারিখে নয়নিমা বসু লিখেছেন, 'পশ্চিমবাংলার দেশভাগোত্তর অন্ধকারাচ্ছন্ন কালখণ্ড। এক নতুন প্রতিবাদী সাহিত্যের জন্ম দিয়েছিল নভেম্বর ১৯৬১ সালে, আভাঁগার্দ সাহিত্য আন্দোলন হাংরি জেনারেশন। সেই আন্দোলন সমাজের ভিত কাঁপিয়ে দিয়েছিল এবং বাবু বঙ্গ-সমাজের কটু সমালোচনার কেন্দ্র হয়ে উঠেছিল। হাংরি আন্দোলন বাংলা সাহিত্যের প্রথাবাহিত মৌল তর্কবিন্দুগুলোকে চ্যালেঞ্জ করেছিল। সেই সময়ে কলকাতা, যাকে তখন বলা হতো ক্যালকাটা, অত্যন্ত দ্রুত পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছিল। দেশভাগের সর্বনাশা কারণে উৎখাত মানুষদের ভয়াবহ স্রোত বদলে দিচ্ছিল কলকাতা শহর ও তার আশেপাশের শহরতলি অঞ্চলকে। দেশভাগের আগে থেকেই আতঙ্কিত মানুষেরা পশ্চিমবাংলায় আসা আরম্ভ করেছিল এবং তা ষাটের দশকে এবং তার পরেও বহুকাল বজায় ছিল। ১৯৫৯ পর্যন্ত বহু মানুষ গৃহহীন হয়ে গিয়েছিল, এমনকি ভিটে ছাড়ার সময়ে খুন হয়েছিল। যুবসমাজের একটা অংশ এই সর্বনাশকে সহ্য করতে অপারগ ছিল। তাদের মনে হয়েছিল যে ভারতের কংগ্রেস পার্টির নেতারা স্বাধীনতা আন্দোলনের সময়ে যে স্বপ্ন দেখিয়েছিল তা পরিণত হয়েছে ভয়ংকর দুঃস্বপ্নে। নিজেদের ক্রোধকে প্রকাশ করার জন্য কয়েকজন তরুণ আরম্ভ করলেন হাংরি আন্দোলন, যা হাংরি জেনারেশন নামে খ্যাত। হাংরি আন্দোলনের আগে আর কোনো এরকম সামাজিক-রাজনৈতিক সাহিত্য আন্দোলন হয়নি।'
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি