জাহানারার প্রেম
অনিন্দ্য ভুক্ত
মুঘল সাম্রাজ্যের নীতি ছিল কোনও মুঘল রাজকন্যার বিবাহ হবে না, কেননা তাতে সাম্রাজ্যের ভাগাভাগি হওয়া সম্ভাবনা থাকে। অথচ শাহাজাহান কন্যা জাহানারা ভালোবেসে ফেলেছিলে একজন রাজপুত পুরুষকে, তবে সে প্রেম কখনও পরিণতি পায়নি। প্রখর ব্যক্তিত্বসম্পন্ন জাহানারাও কখনও তার ভালোবাসাকে জনসম্মুখে প্রকাশিত হতে দেননি বা মুঘল রাজ দরবারে প্রবল ক্ষমতাশালী হওয়া সত্বেও পারিবারিক রীতি লঙ্ঘনের চেষ্টা করেননি। কিন্তু তার এই প্রেমকে কেন্দ্র করে চলেছে মুঘল দরবারে এক জটিল রাজনীতি, যে রাজনীতির কেবল অসহায় দর্শক হয়ে থাকতেই বাধ্য হয়েছেন জাহানারা।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি