জন্মান্তর
স্বরীন্দ্র মুখোপাধ্যায়
মাত্র উনিশ বছর বয়সে বৈধব্যদশা গ্রাস করল মোহিনীকে। সেই সঙ্গে তার স্কন্ধে অর্পিত হল আনন্দপুরের বিশাল জমিদারী পরিচালনার ভার।
যে বিবাহ মোহিনীর বালিকা বয়সের প্রেমকে নিশ্চিহ্ন করেছিল, সেই বিবাহই আবার সেই প্রেমে ঘৃতাহুতি দিল তার স্বামীর পরলোক গমনের পর।
বিংশ শতাব্দীর প্রথম লগ্নের চালচিত্রে সজ্জিত এই কাহিনীর কেন্দ্রে রয়েছে এক আশ্চর্য্য নারী। তাকে ঘিরে আবর্তিত হতে থাকে নানান বর্ণময় চরিত্রের উত্থান পতন। একদিকে পরাধীন ভারতবর্ষের উত্তাল রাজনৈতিক পরিস্থিতি, অন্যদিকে তৎকালীন সমাজ ও ব্যক্তিজীবনের নানান টানাপোড়েন সম্পৃক্ত হয় এ উপন্যাসের ঘটনা প্রবাহে।
এ কাহিনী যেমন অপ্রচলিত শুদ্ধ বাংলা লিখনশৈলীতে ধ্রুপদী, তেমনই নানান চরিত্রের মনস্তাত্ত্বিক বিন্যাসে সমকালীন।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি