অতিমারিতে গতিরুদ্ধ মহানগরী, কোলাহল-স্তব্ধ দ্বিপ্রহরে আমরা কেউ কেউ শুনেছি সেই অচিন পাখির গান। শঙ্কায়, শোকে, মুখের বাক্য যখন স্তব্ধ হয়েছে তখন ভিতরের ভাঁড়ার থেকে, নিপুণ গৃহিণীর মতো, কাজ-চালানিয়া রসদটুকু জোগাড় করেছে অন্তরতর সে। কখনও হাস্যমধুর, কখনও বিষাদসিক্ত তার দান যখন যেমন ভেসে এসেছে, তেমনই লিখে গিয়েছে বিবাগী আঙুল। ‘যে আছ অন্তরে’ তারই ফসল।
এই ওয়েবসাইটের কার্যকারিতার জন্য আমরা কুকি ব্যবহার করে থাকি। এছাড়াও ওয়েবসাইটের ট্রাফিক সঙ্ক্রান্ত তথ্যের জন্য আমরা কুকির সাহায্য নিই। নিচের বটন ক্লিকের মাধ্যমে আপনি সমস্ত রকমের কুকি ব্যবহারে সম্মতি জানাচ্ছেন।