তাঁরা তিনজনই ইতিহাসপুরুষ, গতি বদলে দিয়েছিলেন সমাজের, অথচ তাঁদের অন্তিম পরিণতি আজও আবৃত রহস্যে। জিশু খ্রিস্ট, চৈতন্যদেব, সুভাষচন্দ্র বসু।
দুঃসাহসী আত্মবিশ্বাসী আর প্রচণ্ড কর্মময় তিনটি মানুষ দুস্থ পীড়িত অশক্ত মানুষের পাশে দাঁড়িয়ে অত্যাচারের ভিতটাকেই আমূল উপড়ে ফেলতে চেয়েছিলেন। তাঁদের অন্তর্ধান-রহস্য নিয়ে কল্পকাহিনি রচিত হয়েছে বিস্তর, কিন্তু সত্য খোঁজা হয়নি। ইতিহাসের কোন অভিপ্রায়ে অন্তর্হিত হয়েছিলেন তাঁরা, তা কি নতুন কোনো বার্তা বয়ে এনেছিল সমাজে, যা থেকে আজও শিক্ষা নিতে পারি আমরা? এ সমস্ত প্রশ্নেরই উত্তর খোঁজা হয়েছে লেখকের স্বচ্ছ সাবলীল অথচ গভীর লেখনীতে।
এই ওয়েবসাইটের কার্যকারিতার জন্য আমরা কুকি ব্যবহার করে থাকি। এছাড়াও ওয়েবসাইটের ট্রাফিক সঙ্ক্রান্ত তথ্যের জন্য আমরা কুকির সাহায্য নিই। নিচের বটন ক্লিকের মাধ্যমে আপনি সমস্ত রকমের কুকি ব্যবহারে সম্মতি জানাচ্ছেন।