এই পৃথিবীর কতটুকু আমাদের আর কতটুকু আমাদের নয় সেটা বুঝে উঠতেই একটা জীবন কেটে যায়। মানুষ, ঘোর-লাগা চোখে কে আমার আর কে আমার নয় এই দ্বন্দ্বের মুখোমুখি হয় প্রতিনিয়ত। প্রতিনিয়ত সে ছোট ছোট চাওয়া পাওয়ার মধ্যে দিয়ে বুঝে নিতে চায় এই জীবনের কতটুকু তার!
এই কাব্যগ্রন্থ ‘যেটুকু আমার নয়’-তে স্মরণজিৎ আমাদের দৈনন্দিন জীবনের এই ছোট-ছোট চাওয়া-পাওয়া আর হওয়া, না-হওয়ার কথাই বলেছেন। চার পঙ্ক্তির ছোট ছন্দোবদ্ধ কবিতাগুলোর মধ্যে ফুটে উঠেছে সহজ, জটিল নানান রং আর অনুভূতির চিত্রপট। সেখানে যেমন একজন সন্তানের চোখে তার বাবা মা-কে দেখার ও বোঝার কথা আছে। তেমন রয়েছে এই নাগরিক জীবনের যন্ত্রণাও। রয়েছে এমন এক ভ্রমণ যা শহর, শহরতলি আর গ্রাম ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে নানান মানুষের জীবনে। আর তার সঙ্গে এসে মিশেছে প্রেম! এসে মিশেছে আমাদের জীবনের নানান মুহূর্তের মধ্যে গেঁথে থাকা ভালবাসার কথা।
পল-কাটা পাথরের মধ্যে দিয়ে যেমন ঠিকরে পড়ে রংবেরঙের আলো, তেমনই নানান স্বাদের এই ছোট ছোট কবিতাগুলো জীবনের নানান ছবি আর অনুভূতি তুলে ধরে। আর এই বিবিধতার মাঝেও ‘যেটুকু আমার নয়’ কাব্যগ্রন্থ মূলত বলে জীবনের কথাই। বলে মানুষের প্রতি মানুষের বিশ্বাস আর ভালবাসার কথা।
এই ওয়েবসাইটের কার্যকারিতার জন্য আমরা কুকি ব্যবহার করে থাকি। এছাড়াও ওয়েবসাইটের ট্রাফিক সঙ্ক্রান্ত তথ্যের জন্য আমরা কুকির সাহায্য নিই। নিচের বটন ক্লিকের মাধ্যমে আপনি সমস্ত রকমের কুকি ব্যবহারে সম্মতি জানাচ্ছেন।