বয়সের ভেদ কি দশকের হিসেব পুরোপুরি ভুলিয়ে দিয়েছেন জয় গোস্বামী! শুধু কবিসমাজেই নয়, বৃহত্তর পাঠকগোষ্ঠীর কাছেও তাঁর রচনা ক্রমশ পাচ্ছে সম্যক অভ্যর্থনা ও সসম্মান স্বীকৃতি। তাঁর চিরনতুন কাব্যগ্রন্থ ‘আজ যদি আমাকে জিগ্যেস করো।’ এ গ্রন্থে উল্লিখিত দীর্ঘ আখ্যানকাব্যটি ছাড়াও স্থান পেয়েছে একই রকম আলোড়ন-জাগানো, হ্রস্ব ও দীর্ঘ কিছু লোকস্মৃতিবাহিত কবিতা।
এই ওয়েবসাইটের কার্যকারিতার জন্য আমরা কুকি ব্যবহার করে থাকি। এছাড়াও ওয়েবসাইটের ট্রাফিক সঙ্ক্রান্ত তথ্যের জন্য আমরা কুকির সাহায্য নিই। নিচের বটন ক্লিকের মাধ্যমে আপনি সমস্ত রকমের কুকি ব্যবহারে সম্মতি জানাচ্ছেন।