লজ্জা ঘৃণা ভয়
শ্রীজাত
শ্রীজাত বরাবরই বিশ্বাস করে এসেছেন, নিরুত্তাপের আড়ালে নিশ্চিন্ত ও নীরব থাকা নয়, বরং সমকালের আঁচে দগ্ধ ও উচ্চারিত হওয়াই শিল্পের ধর্ম। তাঁর এই নতুন কাব্যগ্রন্থ সে-বিশ্বাসেরই অন্যতম ও অনিবার্য দলিল। এ-কথা আজ সকলেরই জানা যে, কেবল কবিতার রচনাপথে শৈল্পিক ঝুঁকি নেওয়াই নয়, এ-বিশ্বাসে স্থির থাকার কারণে জীবনেও বহুবার ঝুঁকির সম্মুখীন হতে হয়েছে তাঁকে। সেই সমস্ত কিছুর সঙ্গে লড়াইয়ে বারংবার কবিতাই হয়ে উঠেছে তাঁর একমাত্র অস্ত্র। এই কবিতা-সমন্বয়ও সেই ধারাবাহিকতারই অংশ।
লজ্জা, ঘৃণা, ভয়। মানবমন ও মনুষ্য সমাজের এই তিন ভিন্ন অনুভূতির স্রোত এসে মিশেছে তাঁর নতুন কাব্যধারায়। বক্তব্যে, দৃশ্যকল্পে বা শপথে ঝলসে ওঠা এসব লেখার গায়ে লেগে আছে ব্যক্তিমানুষ ও সমষ্টির ক্ষোভ, হতাশা, প্রতিরোধ, শ্লেষ, ক্রোধ ও যন্ত্রণা। বোধ ও শৈলীর সংমিশ্রণকে বহুদূর প্রসারিত ক’রে আনকোরা এই লেখারা তাই হয়ে ওঠে সময়ের আয়না। কয়েকদিনের সময়সীমায় রচিত এই কবিতাগুচ্ছের গভীরতা ও তীব্রতা পাঠককে স্পর্শ করবে নিঃসন্দেহে। ‘তুমিও মানুষ, আমিও মানুষ / তফাত শুধু শিরদাঁড়ায়’— প্রবাদে পরিণত হওয়া এই কাব্যপঙ্ক্তির রচয়িতা যে তাঁর শিল্পধর্মে অনাপসি ও অবিচল, এই গ্রন্থই তার সিলমোহর।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.