ঝুমুর সমগ্র
সম্পাদনা ও সংগ্রহ - কিরীটি মাহাত
বাংলার পশ্চিম সীমান্ত, সন্নিহিত ঝাড়খণ্ড এবং উড়িষ্যার বিস্তৃত ভূখণ্ড হল 'ঝুমুরদেশ'। যা এক আশ্চর্য গানের ভুবন। হাজার বছর বা তারও বেশি সময়কাল ধরে শত শত ঝুমুর সাধক আজও এই সংগীতের সাধনা করে চলেছেন তার বিবরণ দেওয়া প্রায় অসম্ভব। মুখে মুখেই এই সংগীতের পরিক্রমা। শ্রুতি ও স্মৃতি-ই তার ভাণ্ডার। তবু আশ্চর্যের বিষয় এই যে এইভাবে লৌকিক ও মৌখিক ঐতিহ্যে হাজার হাজার গান আজও বেঁচে রয়েছে। তারই অত্যন্ত ক্ষুদ্র এই সংকলন।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি