জোড়া রহস্যভেদে দীপকাকু
সুকান্ত গঙ্গোপাধ্যায়
প্রচ্ছদ : ওঙ্কারনাথ ভট্টাচার্য
এই গ্রন্থে দুটি উপন্যাস সংকলিত হয়েছে।
রংভনে হত্যা রহস্য:
মা, বাবা, ঝিনুক, দীপকাকু বেড়াতে এসেছে উত্তরবঙ্গের রংভনে। সেই সময় এক রিসর্ট-মালিকের রহস্যজনক হত্যাকাণ্ড ঘটে। যিনি একাধারে কলকাতার নামকরা ডাক্তার। পাহাড়ি ঝোপ-জঙ্গলে তিনি কি কোনও ঔষধি গাছের সন্ধান পেয়েছিলেন, যার জন্য তাঁকে খুন হতে হল? নাকি ডাক্তার হিসেবে সৎ এবং নির্ভীক হওয়ার কারণে প্রাণ দিতে হল? অদ্ভুত এক জটিল রহস্য সমাধানে দীপকাকুকে কলকাতা থেকে রংভন তদন্ত চালিয়ে যেতে হল। সঙ্গে অবশ্যই ছিল অ্যাসিস্ট্যান্ট ঝিনুক।
গুপ্ত ভিলায় গোপন কাণ্ড :
হুগলির শ্রীরামপুরে 'গুপ্ত ভিলা' হল নামী উকিল অখিলেশ গুপ্তর দীর্ঘদিনের বসতবাড়ি। সম্প্রতি সে-বাড়িতে চলছে নানান উৎপাত। ইট-পাটকেল থেকে শুরু করে বোমা নিক্ষেপ। পার্সেলে আসে বিষাক্ত সাপ। সরাসরি প্রাণনাশের হুমকি। পুলিশ অপরাধের কিনারা করতে পারছে না। তদন্তে ডাক পেলেন গোয়েন্দা দীপঙ্কর বাগচী। সহকারী ঝিনুক তাঁর সঙ্গ নিল। কোনও প্রোমোটার কি চাইছে অখিলেশ গুপ্ত যাতে বাধ্য হন ওই বাড়ি বিক্রি করতে? নাকি বাড়িরই কেউ উঠে পড়ে লেগেছে অখিলেশবাবুকে উৎখাত করতে?
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি