কালোদিঘি
উজ্জ্বল সিনহা
গল্পকথনের প্রথাগত আঙ্গিক ভেঙে লেখক এই উপন্যাসে উন্মোচন করেছেন এক সাহসী ও পরীক্ষামূলক আখ্যানরীতি। কোনো একক কাহিনির ক্রমবিবর্তন এই উপন্যাসের আধার নয়। সরলরৈখিক ন্যারেটিভে এগোয় না এই লেখা। বরং প্রথম থেকে শেষ অবধি পাঠক যেন এক বন্ধুর যাত্রাপথে এগিয়ে চলেন অচেনা এক রহস্যময় জলাশয়ের দিকে।
কালোদিঘি। বাস্তব জীবন থেকে মুহাখ-ফেরানো মানুষেরা কোনো এক জাদুমন্ত্রে নিজেদের পালটে নিয়ে সেই দিঘির ধারে গাছ হয়ে জেগে ওঠেন। উদ্ভিন্ন এইসব অতিলৌকিক জীবনের দ্বন্দ্ব, স্বপ্ন, স্মৃতি ও পিছুটানের আলেখ্যগুলি অনন্য মুনশিয়ানায় সাজিয়েছেন লেখক।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি