কিশোর সাহিত্য - মতি নন্দী
সম্পাদনা - অশোককুমার মিত্র
মতি নন্দীর জন্ম জুলাই ১৯৩৩, কলকাতায়। কিশোর বয়স থেকে পড়াশোনার চাইতে উত্তর কলকাতার গলিতে-মাঠে খেলাধুলাতেই বেশি আগ্রহ। খেলার মাঠের মহানায়ক হতে পারেননি বটে, কিন্তু খেলাকে উপজীব্য করে তিনি কত যে গল্প-উপন্যাস লিখেছেন তার সীমা নেই। ছোটোদের জন্যে তিনি যে সাহিত্যকর্ম করেছেন তার সবটাই খেলার জগৎ নিয়ে। ক্রিকেট, ফুটবল, টেনিস, সাঁতার, অ্যাথলেটিক্স, ক্রীড়াজগতের প্রায় সকল আঙিনা তাঁর কলমে চিত্রিত হয়েছে। পেশা ছিল সাংবাদিকতা। তিনি ক্রীড়া বিভাগই বেছে নিয়েছিলেন আনন্দবাজার পত্রিকায় ৷ ওই বিভাগীয় সম্পাদক হিসাবে তিনি অনেক নতুন বিষয় যুক্ত করেছিলেন। অনেক অপ্রধান খেলা তাঁর কাগজের পাতায় প্রধান হয়ে সাধারণ পাঠকদের কাছে পরিচিতি পেয়েছিল এবং সেই খেলার সঙ্গে যুক্ত সকলেরই সামাজিক স্বীকৃতি জুটেছিল।
এই সংকলনের গল্পগুলিও ক্রীড়াজগৎকেন্দ্রিক। মতি নন্দী ছোটদের জন্য ক্রীড়া জগতের গল্প ছাড়া কিছুই লেখেননি। এই জগতের সাদা-কালো, আনন্দ-বেদনা, উদারতা-স্বার্থপরতা, দলবাজি-আদর্শবোধ—সব ধরনের ছবি ধরা পড়েছে এইসব কাহিনিতে। এমন আন্তরিক সে ভাবনা, এমন নিপুণ চিত্রাঙ্কন, আদর্শের প্রতি অবিচল নিষ্ঠা তাঁর প্রতিটি রচনাকে মর্যাদাবান করেছে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য