দুই বাংলার নদীকথা
কল্যাণ রুদ্র
দুই বাংলার নদীর অতীত ও বর্তমান নিয়ে বাংলা ভাষায় লেখা প্রথম বই প্রকাশিত হল। কী ভাবে পৃথিবীর এই বৃহত্তম নদী গঠিত হয়েছে, তিন মহানদী গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা তাদের বহু শাখা-প্রশাখা কীভাবে তাদের চলার পথ বারে বারে বদল করেছে, কীভাবে নদীর গতিপথ পরিবর্তনের ফলে অতীতের বন্দর নগরগুলি হারিয়ে গেছে-এই সবই আলোচিত হয়েছে। প্রাক-ঔপনিবেশিক কালে বাংলার কৃষকরা বন্যার জল-পলি কৃষিজমিতে ব্যবহার করতেন; পলিসঞ্চিত জমিতে পর্যাপ্ত ফসল ফলত। ঊনবিংশ শতাব্দী থেকে ব্রিটিশ শাসক ও স্থানীয় জমিদাররা বন্যাপ্রবণ নদীগুলির দুই পাড়ে বাঁধ নির্মাণ করে বন্যা নিয়ন্ত্রণ শুরু করেন; ফলে কৃষিজমিতে উর্বর পলি সঞ্চয় বন্ধ হয়ে যায় এবং কয়েক বছর পর দুর্ভিক্ষ, অনাহার ও মহামারিতে বিধ্বস্থ হয় গ্রামবাংলার জীবন। জলাধার নির্মাণ করে বন্যা নিয়ন্ত্রণের চেষ্টাও পরবর্তী কালে সফল হয়নি। ১৯৪৭ সালে বাংলা বিভাজনের পর গঙ্গা ও তিস্তার জল ভাগাভাগি দুই দেশের সম্পর্কে ফাটল ধরিয়েছে। নদীর দূষণের সমস্যা দুই বাংলাতেই ক্রমশ জটিল আকার নিচ্ছে। নদীদের গতিশীলতা বোঝাতে এই বইতে বহু মানচিত্র ও উপগ্রহচিত্র ব্যবহৃত হয়েছে। এই সকল বিষয় বিশ্লেষণ করা হয়েছে সকলের বোধগম্য ভাষায় ।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.