কলিকাতা : সেকালের গল্প একালের শহর (দ্বিতীয় খণ্ড)
তিলক পুরকায়স্থ
ভুলে যাওয়া কলকাতার মধ্যে লুকিয়ে আছে কত গল্প , কত কথা, কত দীর্ঘশ্বাস, কত অশ্রুজলের কাহিনি। কত বিদেশি এই শহর, এই দেশকে আপন করে নিয়ে শুয়ে রয়েছেন এখানকার মাটিতে। আধুনিকতার যূপকাষ্ঠে হারিয়ে গেছে কত কিছু। তারই এক টুকরো অজানা কথামালার ইতিকথা বর্ণনার মধ্য দিয়ে, ফিরে দেখা সেই হারিয়ে যাওয়া প্রিয় শহর কলকাতাকে। ইতিহাস নয় কলকাতার সামাজিক ইতিহাস রচনাই এই লেখাটির মূল উদ্দেশ্য।
স্যার মেটকাফে বা ভারতপ্রেমিক ইংরেজ জেমস প্রিন্সেপ থেকে সাহেবেদের বুট জুতো এবং বিদ্যাসাগর মশাইয়ের তালতলার চটির ঠোকাঠুকি, বর্গি হামলা, কলকাতার প্রথম ভোট যুদ্ধ, জগন্নাথের স্নানযাত্রা, বেতার কথা, ছোট ট্রেন, বাঙালির হারিয়ে যাওয়া রান্নাঘরের ইতিহাস ইত্যাদি এখন গল্পকথা। “কলিকাতা : সেকালের গল্প একালের শহর” বইটির দ্বিতীয় পর্বে অতীত থেকে বর্তমান—কলকাতার সেই জীবন্ত সত্তাটিকে গল্পের ছলে তুলে ধরার প্রয়াস করা হয়েছে যাতে কলকাতা দর্শনের সঙ্গে সঙ্গে ভুলে যাওয়া ইতিহাস ও সংস্কৃতির একটি মেলবন্ধন করা যায়। যেভাবে “কলিকাতা : সেকালের গল্প একালের শহর” বইটির প্রথম পর্বটি পাঠকের আশীর্বাদ ও সমালোচকদের ভালোবাসা পেয়েছে, আশা করি এই পর্বটিও সেরকমই ভালোবাসা পাবে তাঁদের।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি